নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা যখন কোন টিমের বা প্রজেক্টের ম্যানেজার হই, দলের সাকসেস, এবং ফেইলিওর সবই তখন সেই দলের ম্যানেজারের ঘাড়ে বর্তায়।
ওকে নিয়োগ করা হর্তাকর্তাদের একটাই বক্তব্য, তোমাকে একটা দলের দায়িত্ব দেয়া হয়েছে, তুমি কিভাবে সফল হবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি না পারো, তাহলে দায়িত্ব নিও না। অন্য কাউকে দিয়ে দাও। দুনিয়ায় প্রচুর যোগ্য লোক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যোগ্য মানুষকে খুঁজে নিব। কিন্তু ফেল করার পরে "আমার দাঁতে ব্যথা ছিল, গতরাতে কারেন্ট চলে গিয়েছিল, আমার বৌয়ের জন্মদিন ছিল" ইত্যাদি কোন এক্সকিউজ দিতে পারবা না। বাঙালির যেমন তিনটা হাত, ডান হাত, বাম হাত এবং অজুহাত, বিদেশে মানুষের দুইটাই হাত।
কাজেই শেখ হাসিনা যেমন পদ্মা সেতু, মেট্রোরেলের ক্রেডিট পাবেন, তেমনই গণহত্যা, গনচুরি, ভোটডাকাতি ইত্যাদি সবকিছুর জন্যই দোষী হবেন। ছাগলের মতন বলতেই পারেন "উনি কি সরাসরি গুলি করতে বলেছেন যে উনি খুনি হবেন?" আপনার জ্ঞাতার্থে, উনি চোখ দুইটাকে ভ্যানিটি ব্যাগে ভরে রাখেন নাই। ২০ দিন দেশে ওনার সরকারি পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ কি তান্ডব চালাচ্ছিল, সেটা উনি ভাল করেই জানতেন। যদি উনার আসলেই ইচ্ছা হতো মানুষের বুকে গুলি না চালানোর, তাহলে উনি স্পষ্টই বলতে পারতেন "খবরদার! একটা গুলিও যেন না চলে!"
উল্টো বিভিন্ন মেইনস্ট্রিম সংবাদপত্রের সূত্রে, রিজাইনের গণভবনে তিনি তিন বাহিনীর প্রধানের উপর খেপেছিলেন কেন ওরা শক্ত হচ্ছে না, এবং আইজিপির উপর খুশি ছিলেন, কারন উনি "উনার দায়িত্ব ঠিকভাবে পালন করছেন।"
তা একই যুক্তিতে এই যে ঢাবিতে একটা মানসিক ভারসাম্যহীন এক যুবককে অতি ঠান্ডা মাথায় অতি নৃশংসভাবে খুন করা হলো, এর দায় ড ইউনূসের সরকারের উপর যায়। যদি ছাত্রলীগও খুন করে থাকে, তবুও। কারন দেশটাকে স্বৈরাচারমুক্ত করে উনার হাতে তুলে দেয়া দিয়েছে - এখন উনি পুলিশ, মিলিটারি, নৌবাহিনী, বিমানবাহিনী কি দিয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন সেটা উনার ব্যাপার। মানুষ দেশটাকে "মবের মুল্লুক" বানিয়ে ফেলেছে? তাহলে সেই অনুযায়ীই ব্যবস্থা নেন।
এক আবু সাঈদের হত্যা স্বৈরাচারী হাসিনার সরকারের পনেরো বছর পুরানো শেকড় সহ উপরে ফেলে দিয়েছে, আর ড ইউনুসতো সেদিন এলেন। আমরা এক খুনির হাত থেকে তুলে আরেক খুনির হাতে দেশ দেখতে চাইনা। হেমেট মাথায় মারুক, অথবা জাতীয় পতাকা মাথায় বেঁধে ধনধান্য পুস্পভরা গাইতে গাইতে, মার্ডার মার্ডারই হয়ে থাকে।
ছেলেটার নাকি আপন আত্মীয় কেউ নাই যে বিচার চাইবে, তাহলে বলি আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, ওর ভাই হিসেবে বিচার চাইছি। সরকারকে অবশ্যই দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার করতে হবে। মানুষ হত্যা কোন হাসি তামাশার বিষয় না।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৭
মঞ্জুর চৌধুরী বলেছেন: এই যে বোকাচোদার মতন কথাবার্তা।
ইসলামের হুকুমে যে জিহাদ হয়েছে, সেটা অবশ্যই নবীর (সঃ), যেমন বদর, ওহুদ, খন্দক, মুতা, খাইবার ইত্যাদি।
ইসলামের নাম ব্যবহার করে নিজের পার্সোনাল উদ্দেশ্য সফল করার জন্য যে জঙ্গিবাদ করেছে, তার দায় অবশ্যই সেই জঙ্গি নেতার। যেমন শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই ইত্যাদি।
আপনার মাথায় ঢুকবে না, কাজেই আরও সহজ করে বলি, ৭১এর চেতনা বিক্রি করে পনেরো বছর ধরে দেশে লুটপাট চালানো আওয়ামীলীগ সরকারের দুর্নীতির দায় শেখ হাসিনা ও নেতা নেত্রীদের উপর যাবে, কিন্তু এর অর্থ এই না যে "মুক্তিযুদ্ধের" চেতনা কলুষিত।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৭
প্রহররাজা বলেছেন: উনার মেইন কাজ বিদেশ থেকে ঋন আনা আর হত্যা মামলা দেয়া।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩০
মঞ্জুর চৌধুরী বলেছেন: যেমনটা আপার কাজ বিদেশ থেকে ঋণ আনা, আর দেশের টাকা বিদেশে পাচার করা।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:১৪
অগ্নিবেশ বলেছেন: ঠিক বলেছেন, এই ফর্মুলায় কাফের হত্যা, জিহাদ, গনিমতের মাল ভোগ, বিধর্মীদের ঘৃনা, গন্ডায় গন্ডায় টেরোরিস্ট গ্রুপ তৈরি এই সব কিছুর দায় কার উপর দেবেন? এই দেখি ক্যামনে পিছলান?