নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতাকে প্রকাশ করি।

maraj chowdhury movin

আমার মনের কথা ও মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম।

maraj chowdhury movin › বিস্তারিত পোস্টঃ

"উদ্দীপনা সামাজিক সংঘ" এর পক্ষ থেকে শেষ হলো ২য় পর্ব শীতবস্ত্র (কম্বল) বিতরন।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭


গত বুধবার রাতে অসহায়-গরিবদের কম্বল বিতরনের মধ্য দিয়ে শেষ হলো উদ্দীপনা সামাজিক সংঘ এর ২য় পর্ব শীতবস্ত্র (কম্বল) বিতরন।
সংগঠনটি প্রতিষ্ঠাতা,প্রধান উদ্যোক্তা ও পরিচালক সাদ্দাম হোসেন হাদি জানায়,
গত বুধবার রাত ১০ টার দিকে তারা সংগঠনের সদস্য দের নিয়ে কম্বল বিতরনের উদেশ্য নিয়ে বের হয় টংগী-গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট এলাকায় এবং সেখান থেকে হেটে হেটে টংগী পর্যন্ত বিতরন করে।এবং এ বিতরন শেষ হয় রাত ১ টার মধ্য দিয়ে।
ও আরো জানায়
সংগঠনের প্রতিষ্ঠাতা,প্রধান উদ্যোক্তা ও উপ-পরিচালক আকাশ বড়ুয়া,
যে তারা কয়েকদিন দরে জরিপ করছিল যে তাদের আওতায় কোন কোন এলাকায় বিতরন সম্ভব তো তাদের জরিপে দেখা গেলো যে টংগী-গাজীপুর থেকে এয়ারপোর্ট এলাকা পর্যন্ত সম্ভব। তাই তারা সে রাত, ১১ জন সদস্য নিয়ে টংগী-গাজীপুর থেকে এয়ারপোর্ট বিতরন করে। ইচ্ছে ছিল পশ্চিমবঙ্গের দিকে বিতরন করবে কিন্তু স্বল্প বাজেটের কারনে তা হয়নি।
এবং আরো জানায়
সংগঠনের প্রতিষ্ঠাতা,প্রধান উদ্যোক্তা ও সহকারী-পরিচালক মেরাজ চৌধুরী মুবিন,
যে তারা গত মাস অর্থাৎ ১৬ ডিসেম্বর ২০১৮ সালে তারা শীতবস্ত্র বিতরনের ১ম পর্ব করে টংগী রেল স্টেশনে। ঠিক তখনই তারা এক আলোচনার মাধ্যমে ২য় পর্ব করার প্রস্তুতি গ্রহন করে। এবং এর জন্য মাত্র কয়েক জন ব্যক্তি তাদের আর্থিক ভাবে সাহায্য করে।যদি তারা আরো সাহায্য পেত তাহলে সংগঠনটি পশ্চিমবঙ্গের দিকে বিতরন করতো।তবে তারা সন্তুষ্ট যে তারা সাহায্য পেয়েছে এবং অসহায় মানুষের পাশে সাহায্য নিয়ে দাড়াতে পেরেছে।

তারা তিনজন আরো জানায় এ বিতরন সম্পূর্ণ করতে তাদের সদস্যরাও প্রাণ-পণে চেষ্টা করে।বিশেষ করে আশরাফুল আলম অপু,মনির হোসেন বিপ্লব,সিয়ামুর রহমান জলিল ও খলিলুর রহমান শিমুলসহ অনেকে।


পরিশেষে এটাই বলা যায়, যে যে এলাকায় আছেন সে এলাকার গরিব-দুখিদের সাহায্য করুন।কারন সব জায়গায় সংগঠনের পক্ষ থেকে সাহায্য নিয়ে যাওয়া সম্ভব নয়।আপনাদের সামান্য সাহায্য পেলে এসব অসহায় লোকদের যে কত উপকার হবে তা হয়তো বলে বুজানো যাবে না।তাই সময় এসেছে,আসুন সবাই মিলে দরিদ্র-গরিব,পথ শিশুদের পাশে দাড়াই।যে যেভাবে পারেন সাহায্য-সহযোগিতা করুন।কারন অসহায় গরিব-দুখিরা আমাদের-আপনাদেরই ভাই-বোন।আপনাদের সামান্য সাহায্য ফোটাতে পারে হাসি তাদের মুখে।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই বিশাল উদ্যোগ, বিরাট মনোভাব; তবে, ছবিতে কম্বলের চেয়ে দানকারীদের সংখ্যা বেশী মনে হচ্ছে!

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

maraj chowdhury movin বলেছেন: কম্বল বিতরনের পরের ছবি এগুলো ।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাদের সবাইকে শুভেচ্ছা
মহতী কার্য সম্পাদনের জন্য।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩০

maraj chowdhury movin বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: শীত তো প্রায় চলেই গেছে।
আরও আগে দিলে ভালো হতো।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

maraj chowdhury movin বলেছেন: আগেও দিয়েছি ভাই। এইটা ২য় পর্ব ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.