নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতাকে প্রকাশ করি।

maraj chowdhury movin

আমার মনের কথা ও মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম।

maraj chowdhury movin › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশনের কম্বল বিতরণ

০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৩


শীত সবার জন্য সুখের হয় না,
শীত সবার জন্য আনন্দের হয় না।

শীতের রাত যে কত টা কঠিন তা একমাত্র বলতে পারবে সুবিধাবঞ্চিত অসহায় মানুষগন, যাদের বসবাস পথে ঘাটে- আনাচেকানাচে।

ঢাকা শহরের ব্যস্ততার রাতে যখন সবাই অফিসের কাজ সেরে ঘরে ফিরে যায়,তখন নিরবতার সাথে শীতের বাতাস প্রবল ভাবে বয়ে থাকে।তখন যাদের বসবাস পথে ঘাটে তারাই বোঝে এর যন্ত্রণা।

এ কথা ভেবে, স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন গত মাসের ৫ তারিখ (০৫/১২/২০১৯ইং) পর্যন্ত চাঁদা ও কম্বল সংগ্রহের কাজ করে। উদ্দেশ্য ছিল মাসের ১৫ তারিখ বিজয়ের রাত শুরু থেকে ৩১ শে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ভ্রাম্যমাণ ভাবে কম্বল বিতরন করা। আল্লাহতালার অশেষ রহমতে যথেষ্ট সাড়া পেলাম ভালো আর্থিক সহযোগিতা পেলাম।

তারপর শুরু হয় কম্বল বিতরন,১৫ ডিসেম্বর রাত ৯ ঘটিকায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেরাজ চৌধুরী মুবিন, সহ-সাধারন সম্পাদক মনির হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ ও রিমন, সহ সম্পাদক আহসান করিম প্রিন্স ও নিবিড়, সদস্য জিহাদ ও সংগঠনের সমর্থকগন বিভিন্ন স্থানে কম্বল বিতরন চালান।

আলহামদুলিল্লাহ,
আমরা আমদের সাধ্যমত চেষ্ঠা করেছি। জানি না তাদের কতটুকু উপকার করতে পেরেছি।
কিন্তু আমাদের মত যদি দেশের সকল মানুষ যদি অসহায় সুবিধাবঞ্চিত অসহায়দের পাশে দাঁড়ায় তাহলে ইনশাআল্লাহ,
বাংলাদেশ হবে দরিদ্রমুক্ত এবং এই লক্ষ্য নিয়ে সকলকে দেশ ও দেশের অসহায় মানুষদের জন্য কাজ করতে হবে।

পরিশেষে একটাই কথা বলি,

মানুষ মানুষের জন্য,
পরোপকারই পরম ধর্ম।




মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৫

সাইন বোর্ড বলেছেন: ভাল উদ্যোগ ।

০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪০

maraj chowdhury movin বলেছেন: ধন্যবাদ ও দোয়া করবেন।

২| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪০

নেওয়াজ আলি বলেছেন: জয় হোক মানবতার । জয় হোক মানুষের ।

০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৯

maraj chowdhury movin বলেছেন: দোয়া করবেন।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: উদ্যোগটা ভালো লেগেছে। ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৮

maraj chowdhury movin বলেছেন: দোয়া করবেন ভাই।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: কত গুলো কম্বল দিয়েছেন? কম্বল কেনার জন্য টাকা কে দিয়েছে?

০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৭

maraj chowdhury movin বলেছেন: শতাধিক, টাকা যোগার করতে সাহায্য করেছে আমার সদস্য ও প্রবাসী বন্ধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.