নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতাকে প্রকাশ করি।

maraj chowdhury movin

আমার মনের কথা ও মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম।

maraj chowdhury movin › বিস্তারিত পোস্টঃ

করোনায় ত্রাণ সামগ্রী বিতরনে যাদের অবদান

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৬

করোনা ভাইরাস এর ফলে নিম্ন আয়ের মানুষদের জীবন-জীবিকা নির্বাহে ত্রাণ সামগ্রী বিতরনে সামরিক বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী দৃশ্য চিত্র।

#আমার মতে,
সরকারী ত্রাণ সামগ্রী বিতরনে যদি কোন নেতা অথবা ব্যক্তির নিয়ন্ত্রনে বণ্টিত না হয়ে "সরাসরি" সামরিক বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন NGO গুলোর মাধ্যমে বণ্টিত হতো তাহলে দেশের অসহায় মানুষেরা দ্রুত ত্রাণ সামগ্রী পেত এবং দেশে এতো পরিমানে চাল ও তেল চোর দেখা যেত না ।

#তবুও ধন্যবাদ জানাই ঐ সকল মানবিক রাজনীতিবীদ ও নেতাদের যারা নিজ অর্থায়নে দেশের স্বার্থে ও দেশের সাধারণ জনগণের স্বার্থে গোপনে হোক বা প্রকাশে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন।

#সেই সাথে দেশের তরুণ যুব সমাজকেও ধন্যবাদ জানাই তারা নিজ উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে নিজ অর্থায়নে দেশের স্বার্থে ও দেশের সাধারণ জনগণের স্বার্থে ত্রাণ সামগ্রী বিতরন করছে এবং সামনেও করবে ।

#স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন এর সদস্যদেরও ধন্যবাদ জানাই যারা বিভিন্ন মাধ্যমে স্বেচ্ছাসেবক হয়ে সাধারণ জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে ।

#পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই,যারা দেশের এই করুণ সময়ে দর্শক না হয়ে দেশের স্বার্থে ও দেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে ।

#ঘরে_থাকুন,
#সুস্থ_থাকুন,
#নিরাপদ_থাকুন,
#সামাজিক_দূরত্ব_বজায়_রাখুন......

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান।

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩০

maraj chowdhury movin বলেছেন: ঠিক ভাই

২| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৭

নেওয়াজ আলি বলেছেন: Salute

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩০

maraj chowdhury movin বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

১৭ এিপ্রল আজেক আপডেট
বাংলাদেশে করোনাভাইরাস মোট আক্রান্ত ১,৮৩৮ সুস্থ ৫৮ মৃত্যু ৭৫ জন

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৩

maraj chowdhury movin বলেছেন: আল্লাহ্‌র কাছে দোয়া যেন রমজান শুরুর আগেই এই মহামারির সমাধান করে ।

৪| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জাতির শ্রেষ্ঠ সন্তানদের সেলুট জানাই

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩১

maraj chowdhury movin বলেছেন: ধন্যবাদ

৫| ১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ত্রান বিতরণের কাজটার ক্ষেত্রে আরও সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন। সমন্বয়হীনতার কারণে অনেকে একদম পাচ্ছে না আবার অনেকে বেশী পাচ্ছে। ত্রান চোর ছাড়া বাকি যারা ত্রান বিতরণে আছেন তাদেরকে যেন আল্লাহ উত্তম প্রতিদান দেন। আমরা ঘরে আছি কিন্তু এরা ঝুঁকি নিয়ে পথে আছে।

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩১

maraj chowdhury movin বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.