নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ এ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: http://anytechtune.com

অ্যানিটেক

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও আনন্দ দেয় তাহলে আমার চেষ্টা সার্থক হবে। পারলে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসতে পারেন । আমার ব্লগ : http://anytechtune.com

অ্যানিটেক › বিস্তারিত পোস্টঃ

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচননামা

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৯

আশা করি সকল ঢাকাবাসী ভালো ও নিরবাচনী আমেজেই আছেন। ঢাকায় জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য ক্রমে আমি ঢাকা উত্তরের বাসিন্দা। তবে বাসিন্দা হয়েও তেমন কোন ফায়দা নেই কারন আমি ঢাকার ভোটার না। সে কারনে ঢাকায় থেকেও মূল্যহীন একজন ভোটার। আমার মনে হয় ম্যাক্সিমাম ছাত্র/ছাত্রী রা মূল্যহীন ভোটার কারন তারা বিভিন্ন জেলা থেকে এসেছে।
এবার প্রচারনায় বেশ কিছু ভিন্ন জিনিস লক্ষ করলাম। বিশেষ করে প্রতীক এর খেত্ত্রে। বেশ মজার প্রতীক। সেদিন দেখলাম একজনের প্রতীক এর নাম পিঞ্জর। মাইক দিয়ে প্রচারনা করছে আবার শেষে গান ও বলছে। কি গান জানেন? আমি বলছি “পিঞ্জর খুলে দিয়েছি যারে যারে উরে যা” । শুনে বেশ মজা পাইলাম।
তাছাড়া সবাই তাদের প্রচারনায় যে শ্লোগান গুলো এমনিতেই বলতো সেটা কিছুটা পরিবর্তন হয়েছে। সবাই তাদের শ্লোগান কে কোন না কোন গানে কনভার্ট করে ফেলেছে। জেমনঃ উত্তরের নও জোয়ান হিন্দু মুসলমান, আসছে আবার সিটি নির্বাচন। শুনে খুব ভালো লাগলো। প্রচারনায় অনে নতুনত্ব এসেছে।
তবে এবার সবচেয়ে অনলাইন এ বেশি প্রচার লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ফেসবুক এ সবসময় উপডেট দিচ্ছে। আমি আবার অনেকের পেজে লাইক দিয়ে রেখেছি তাদের প্রচারনার আপডেট জানতে। আগামিতে যদি কখনো ভোটে দাঁরাই তাহলে কি করে প্রচারনা করবো তা আগে থেকে শিখতেছি আরকি। আমার মনে হচ্ছে সবাই একজন করে ক্যামেরাম্যান নিয়োগ দিয়েছে। এতে করে ক্যামেরাম্যান দের একটা কাজের বাবস্থাও হলো। খারাপ কি। আগে জানতাম নিরবাচনের সময় মাইক ওয়ালাদের ব্যাবসা হয় কিন্তু সেটা পরিবর্তন হয়ে অনেক ওয়ালার ব্যাবসা হচ্ছে।
যাহোক এখন বসে আছি নিরবাচনের দিকে কে জয়ী হবে। সবাই ভালো থাকবেন।

যদি ভালো লাগে তাহলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে ভুলবেন না।
অ্যানিটেক টিউন

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.