![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্কুলের STD VII আর STD IX এর বাচ্চাদের দিয়ে একটা বার্গলার এলার্ম বানাতে চাই যেটা ব্যটারীতে চলবে।কারোর কাছে কি সহজ কোন সার্কিট আছে?নেটে যা পাচ্ছি ওগুলা মাথার উপর দিয়া যায়। আমি সিভিল ইঞ্জিনীয়ার।মোটামুটি আমি বুঝার মত সার্কিট পেলেই হবে।ধন্যবাদ।
২| ১৭ ই আগস্ট, ২০১১ রাত ১১:২৩
কলম.বিডি বলেছেন: plz janan.i will b grateful
৩| ১৮ ই আগস্ট, ২০১১ রাত ২:৩৮
আকাশগঙ্গা বলেছেন:
৪| ১৮ ই আগস্ট, ২০১১ রাত ২:৪৮
আকাশগঙ্গা বলেছেন: এ আর বি পয়েন্ট জাস্ট নর্মাল ওয়ার যেটা ডোর বা উইন্ডো লকের সাথে এমন ভাবে যুক্ত থাকবে যেন কেউ দরজা বা জানলা খুলে ঢুকলে তার ছিড়ে যায় অর্থাৎ কানেকশন ব্রেক করে।কিভাবে লাগাবেন সেটা আপনার উপর নির্ভর করে।
ব্যাটারির জায়গায় একটা বা দুইটা টর্চের ব্যাটারি লাগালেই হবার কথা।সি পয়েন্টের পরে একটা রেজিস্টেন্স লাগাবেন ১০ কিলো কাজ না করলে ১০০ কিলো।তারপরে বক্স হচ্ছে বার্গ্লার এলার্ম যেটা কিনতে পাওয়া যায়।
এলার্ম থাকবে দরজার উপরে অথবা তার নিয়ে দূরে কোথাও।আর এ এবং বি এর মাঝের তার থাকবে দরজা ঘিরে।যাতে কেউ বাইরে থেকে আনএক্সেপেক্টেডলি দরজা বা জানালা খুলতে চাইলে তাকে তার ছিড়ে ফেলতে হয়।তার ছিড়া মাত্রই এলার্ম বাজবে এবং বন্ধ না করা পর্যন্ত বাজতেই থাকবে।
একবার কাজ কাজ করলে ছেড়া তার আবার জোড়া লাগিয়ে আগের মত লাগিয়ে দেবেন।
এটা কাজ করে।এবং সবচেয়ে সহজ সার্কিট।আমার মনে হয় ক্লাস সিক্স সেভেনের বাচ্চাদের এরচেয়ে জটিল জিনিসের দরকার নেই।
এই জিনিসে অনেক কিছু এড করা যায়।যেমন এখানে সেন্সর ইউজ করা যায়,মাইক্রোকন্ট্রোলার ইউজ করে অটোমেটিক করে দেয়া যায়।সেগুলো প্রফেসনাল লেভেলে দরকার।
আশা করি এই ডায়াগ্রামের সার্কিটেই আপনার হবে।না হলে জানাইয়েন।
(অটঃআপনি কোন স্কুলে আছেন?)
২০ শে আগস্ট, ২০১১ রাত ২:৫৫
কলম.বিডি বলেছেন: অশেষ ধন্যবাদ।ঈদের পর কাজ শুরু করবো ইনশা আল্লাহ। আমি আছি আর্ক ইন্ট স্কুলে,ধান্মন্ডি ২৮ এ
৫| ১৮ ই আগস্ট, ২০১১ রাত ২:৫২
আকাশগঙ্গা বলেছেন: স্যরি ডায়াগ্রামে একটু ভুল আছে।আম নতুন ডায়াগ্রাম দিচ্ছি।
৬| ১৮ ই আগস্ট, ২০১১ রাত ২:৫৯
আকাশগঙ্গা বলেছেন:
৭| ১৮ ই আগস্ট, ২০১১ রাত ৩:০১
আকাশগঙ্গা বলেছেন: তার লাগবে তিন্টা।মাঝখানের তারটা দরজার সাথে থাকবে।
দরজা না দিয়ে মাঝখানের তারে সুইচ লাগিয়ে দিলেও হয় সুইচ অফ মানে দরজা খোলা।
সুইচ কিনতে পাওয়া যায়।বাকি সব ঠিক থাকবে।
২০ শে আগস্ট, ২০১১ রাত ২:৫৯
কলম.বিডি বলেছেন: দরজায় লাগানো মানে কি? এটা বুঝেছি যে দরজা সার্কিটটাকে সর্ট করে রাখবে।কিন্তু ফিজিকালি কিভাবে করা যায় আইডিয়া দিতে পারেন?
৮| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩৪
আকাশগঙ্গা বলেছেন: দরজার ছিটকিনি লোহার হতে হবে, আর ছিটকিনির এক মাথা একদিকের তারে আরেক মাথা আরেকদিকের তারে লাগিয়ে দিলেই হবে, লক আটকানো থাকলে সার্কিট ক্লোজ থাকবে। কোন ভাবে দরজা খুললেই ছিটকিনি ভাংতে হবে বা খুলতে হবে তাহলে সার্কিট ওপেন। এলার্ম বাজবে। একই ভাবে জানালাতে ও করা যায়।
অটঃ কোন কমেন্টে দেখলাম আপনি সিভিল ইঞ্জিনিয়ার আরেকটা কমেন্টে দেখলাম আপনি বুয়েটের ছাত্রী হলে ছিলেনঃ
১. আপনি কি বুয়েটের সিই এর ছাত্রী?
২. আপনি সিভিল ইঞ্জিনিয়ার হলে বাচ্চাদের স্কুলে কি করেন?
জাস্ট কৌতুহল। ডোন্ট মাইন্ড!
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২১
কলম.বিডি বলেছেন: ১। জী
২। পড়াই।পার্ট টাইম চাকরী করে মাস্টার্স, বাচ্চা সামাল দেয়ার সবচে ভালো অপ্সহন তাই।
খুশ?
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২১
কলম.বিডি বলেছেন: ১। জী
২। পড়াই।পার্ট টাইম চাকরী করে মাস্টার্স, বাচ্চা সামাল দেয়ার সবচে ভালো অপশন, তাই।
খুশ?
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১১ রাত ১১:৩৩
আকাশগঙ্গা বলেছেন: পাইয়া গেছেন?
আমি ঢাকা জেলের ডাইরেক্টরের (যার ছেলে পরে সবাইরে কোপাইছিল)
মেয়েরে একটা বানাইয়া দিছিলাম।কাজ করছিল।
ঐ মেয়ে স্কলাস্টিকায় পড়ত সেভেনে।
এখন দরকার থাকলে আমার ব্লগে জানান ব্যবস্থা করে দিচ্ছি।