নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনাদের বিরক্তি উদ্রেকের জন্য দুঃখিত

নিজের সম্পর্কে বলা খুব কঠিন। আর আমি এত কঠিন কাজ করতে অক্ষম।

অভাজনের আস্ফালন

খুব সামান্য, খুব নগন্য আমি। তাই বলে আমার বিবেকবোধকে মরতে দিতে রাজি নই।

অভাজনের আস্ফালন › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয় নিয়ে কিছু ব্যক্তিগত ভাবনা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

একটু আগে প্রথম আলোতে দেখলাম নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয় ১৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। তবে যাতায়াত সংক্রান্ত ব্যয় এর মধ্যে পরবে না। এখন এই নিউজ দেখার পর আমার মনে উদয় হওয়া কিছু প্রশ্নঃ

১) এই নির্বাচনী ব্যয় আসলে কিসের জন্য ব্যয়?

২) আমাদের মধ্যে কেউ কি বিশ্বাস করি, এই টাকার মধ্যেই একজন প্রার্থী তার নির্বাচনের ব্যয়ভার সীমাবদ্ধ রাখেন?

৩) সিটি কর্পোরেশন নির্বাচনে কোন কোন প্রার্থী ৪ কোটি টাকার বেশি খরচ করেছেন বলে গুঞ্জন শোনা যায়। সিটি কর্পোরেশন নির্বাচনের জন্যেও তো মনে হয় এরকম একটা খরচের সীমা নির্ধারণ করা আছে।

৪) এমনকি পৌরসভা নির্বাচনেও আজকাল প্রার্থীরা এক কোটি টাকার বেশি ব্যবহার করেন।

৫) এই ব্যাপারগুলো সবাই জানেন, সবাই বোঝেন, কিন্তু সবাই ভাব করেন যেন এই নিয়মগুলো সবাই মেনে চলছে।

৭) আচ্ছা আরেকটা ব্যাপার, ধরুন নারায়ণগঞ্জের বা গাজীপুরের একটা আসনের নির্বাচনী ব্যয় আর গাইবান্ধার একটা আসনের নির্বাচনী ব্যয় একই হওয়াটা কি সঙ্গতিপূর্ণ?

৮) প্রার্থীরা যে এই টাকার মধ্যেই তাদের ব্যয়ভার সীমাবদ্ধ রাখছে এ ব্যাপারটি মনিটর করছে কে?



সবশেষে একটা ব্যাপারে আমার উপলব্ধি, যতদিন পর্যন্ত না জনগণ শিক্ষিত না হবে, এবং ভোটের আগের রাতে টাকা খেয়ে ভোট না দেওয়া বন্ধ করবে, ততদিন পর্যন্ত দেশের উন্নতি হওয়া সম্ভব না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.