নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা সালমা আকতার

সালমা সালমা আকতার › বিস্তারিত পোস্টঃ

বিশ্বময় নিজেরা ইসলাম ছড়িয়েছে বলে সাহাবীদের অবদানকে অসীকার করে প্রতারনা করছে তাব্লিগ

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

কানাডা প্রতি বছর ২৫০০০ লোক নেয়। সাধারনত এরা মুসলিম দেশ থেকে যায়। কিন্তু এরা ভালো ছাত্র হলেও নামাযী থাকে না।তাব্লিগ এদের কয়েকজনকে ধরে মসজিদে নিয়ে আসে। অতপর দাবি করে তাব্লিগ সারাবিশ্ব এ ইসলাম প্রচার করেছে। তাব্লিগ দেশে আসার পর কানাডার প্রবাসীরা আবার নামায ছেড়ে দেয়।

মনে রাখতে হবে ইলিয়াসের জন্মের আগেই ৫৭ টি মুসলিম দেশ ছিল। ৭০০ খ্রিস্টাব্দের আগেই মুসলমানরা পশ্চিমে স্পেন, মরক্কো ও পূবে ভারতের রাজস্থান পযন্ত দখল করেছিল। নেটে আব্বাসীয় খেলাফত লিখে সাচ দিলেই পাবেন। পরে জীবিকার সন্ধানে স্কলারশিপ নিয়ে বিদেশ যাওয়ায় সেখানে মুসলিম বেড়ে যায়।

১৪০০ বছর ধরেই মুসলিমরা অধিক সন্তান নিয়ে আসছে। ফলে ১৪০০ বছরে মুসলিম জ্যমেতিক হারে বেড়ে যায়।আজকের অধিক মুসলমান সাহাবিদের ও পরে খেলাফতের অবদান। অথচ তাব্লিগ বলছে বিশ্বময় ইসলাম ছড়িয়ে পড়ছে তাব্লিগের কল্যানে। সাহাবীদের অবদানকে নিজেদের বলে চালাচ্চে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮

মাকার মাহিতা বলেছেন: প্রতি বুধবার নিজের মহল্লার মসজিদে বাদ আসর গাস্তে হয়। চলে আসুন বহুত ফায়দা হবে, ইনশাআল্লাহ।

০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৯

সালমা সালমা আকতার বলেছেন: তাবলিগ-জামাত না থাকলে দ্বীন মিটে যেত । ইসলাম থাকত না ।
বি:দ্র : তা তো ঠিকই সর্বশেষ রাসুল ইলিয়াস (স) না থাকলে দ্বীন থাকবে কিভাবে ।লুল । তাবলিগ জামাতের কথাগুলি অদক্ষ ও শয়তানে ঘেরা মানুষের কাছে আকর্ষনীয় মনে হলেও তারা মুহাম্মদ(স) এর রিসালাত নিয়ে টানাটানি শুরু করেছেন ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা পুরা মুসলিম জাতিকে আরেক অন্ধকারের দিকে ঠেেল চলেছে তালেবানদের মতো!!!!

বিজ্ঞান প্রযুক্তি বিমূখ, গোড়া, এবং কট্টর অনুসারী বাড়াতে ব্যাপক ভাবে সক্ষম হচ্ছে- যা আলটিমেটলি ভবিষ্যতে দেশ ও ইসলাম উভয়ের জন্য আংশকারই বটে!

আমার পরিবারের নিকট জনদের প্রাক্টিক্যাল দেখে জানা! কোন অনুমান নয়। !

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৫

সালমা সালমা আকতার বলেছেন:
আসলে কুরআনে মুসলিমরা মধ্যপন্থী । অতীতের ইতিহাস ঘাটলে দেখতে পাই মুসলিমরা ছিল । অনেকটা উদারপন্থী ও কয়েকজন মধ্যপন্থী । কিন্তু বর্তমানে ৮০% মুসলিম উগ্রপন্থী বা মধ্যমপন্থী থেকে উগ্রতার দিকে ফিরে আসছে । আসলে হাদিসে আছে কেয়ামতের আগে ১০ টি জিনিস উঠিয়ে নেওয়া হবে তার মধ্যে একটি ধৈয্য । এবং কেয়ামতের আরেকটি আলামত হলো হারজ বা হত্যাকান্ড বেড়ে যাওয়া ও ফিতনায় পতিত হওয়া ।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: তাবলীগ ঠিক প্রতারনা করতে চায় না।কিন্তু ওনারা চিন্তা ভাবনা হিসাব কিতাব ছাড়াই অনেক কথা বলেন।এজন্যই শিক্ষিত মানুষের বুঝতে সমস্যা হয়।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬

জাহাঙ্গীর গুরু বলেছেন: এইডা কি কইলেন ভাইডি? লেখক মিস ইন্টারপ্রেট করেছেন।

৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

সালমা সালমা আকতার বলেছেন: তাবলিগি আকিদা : বিশ্বব্যপী তাবলিগের দাওয়াত চলছে । তাবলিগের কল্যানে ও তাবলিগি ভাইদের চেষ্টা বা মুজাহিদের কারনে বিশ্বব্যপী মুসলিম হয়েছে ।
সঠিক আকীদা :” তোমার প্রতি যে কিতাব নাযিল করেছি তা বরকতময় – আল কুরআন” । আমার নবী(স) বরকতময় , তার কুরআনও বরকতময় । এই নবী (স) আর কুরআনের তেজ আর পাওয়ারেই বিশ্বব্যাপী ইসলামী প্রচার হয়েছে ।
প্রমান : ইলিয়াসের জন্মের আগেই ৫৭ টি মুসলিম দেশ ছিল । নবীর জীবিত থাকা অবস্থাতেই তার নিজস্ব তত্ত্বাবধানে চীন পর্যন্ত ইসলাম পৌছে যায় । আমরা তার তত্ত্বাধানেই মূলত মুসলমান হয়েছি ৯৯%। তখন জনসংখ্যা কম ছিল । মুসলিমরা সন্তান বেশী নেয় । ফলে ১৪০০ বছরের ব্যবধানে মুসলিম বেড়েছে । প্লাস মুসলিমদের আখলাক(চরিত্র) , মুসলিমদের জীবনবোধ ও আহলে বাইতের (নবীর বংশের) কুরবানি শাহজালাল ও শাহমুখদুমের মোজেজা ইত্যাদি, মুসলিম ব্যপকহারে জীবিকার উদ্দেশ্যে মাইগ্রেশন, ইত্যাদি ইত্যাদি । মুসলিম বাড়ার জন্যে দায়ী বরকতময় কুরআনের সিস্টেম । দেওবন্দের কোন আলেম নয় ।
উপসংহার: ইসলামের সিস্টেম ও আল্লাহর রহমত ও ইচ্ছাই দুনিয়াজুড়ে ইসলাম প্রচারের জন্যে দায়ী । আজকের যুগের সবচেয়ে বড় সমস্যা হলো সবাই ক্রেডিট নিতে শুরু করেছি ।অথচ কুরআনে বেশীরভাগ সুনাম করা হয়েছে একমাত্র নবী(স) ।কেয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের ইসলাম প্রচারে চেষ্টায় , মুজাহিদের কারনে মুসলিম হয়েছে ১% , নবীর তত্ত্বাবধানেই ৯৯% মুসলিম আমরা । মূল ইসলাম প্রচার করেছে নবী(স) জাকির নয় । মুহাম্মদ(স) রিসালাতের দায়িত্ব পালন করেছেন । কুরআনে আল্লাহ বারবার তারই নাম নিয়েছেন । আসুন আমরা এ বরকতের নবীর প্রতি দুরুদ প্রেরন করি ।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাবলীগ সমর্থন করি না। তারা হয়তো ভালো কাজ করছে। তবে চিল্লা, ইজতেমা, মসজিদে রান্না - এসব বিদআ'ত বলা যায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.