নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা সালমা আকতার

সালমা সালমা আকতার › বিস্তারিত পোস্টঃ

রিয়া , অহংকার , খ্যাতির মোহ থেকে শুরু করে বহু ফিতনা থেকে বাচতে নিজেকে লুকিয়ে রাখা চাই

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

খ্যাতি ও পদের মোহ অত্যন্ত নিকৃষ্ট একটি আত্মিক ব্যাধি। এর দ্বারা অন্তরে নিফাক সৃষ্টি হয়। এজন্য নিজেকে সব সময় লুকিয়ে রাখা চাই, খ্যাতির পিছনে পড়া অনুচিত। আল্লাহ তা‘আলা ইরশাদ করেনঃ এই পরকাল আমি তাদের জন্যে নির্ধারিত করি, যারা দুনিয়ার বুকে ঔদ্ধত্য প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না।(সূরা কিসাস-৮৩)

রিয়া , অহংকার , খ্যাতির মোহ থেকে শুরু করে বহু ফিতনা থেকে বাচতে নিজেকে লুকিয়ে রাখা চাই । নিজেকে জাহির না করা । আপনি যদি মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকেন তবে রিয়া বা লোক দেখাবেন কাকে? কারই সাথে বা অহংকার করবেন ।

তারমানে এই নয় যে আপনি চাকুরী করবেন না । বা সমাজ নিয়ে চলবেন না । বরং অল্প কথা বলে কেটে পড়ুন । বেশী খাতির করবেন না । কেউ পরিচয় জানতে চাইলে অল্প কথায় কেটে পড়ুন । শুধু গোপনে মানুষের উপকার করুন । উপকার করার পর আবার কেটে পড়ুন । এটাই অলী আউলিয়াদের রাস্তা । এটির দাম অনেক বেশী । সূরা বাকারায় বলা হয়েছে : গোপন দান উত্তম । মানুষের সাথে বেশী প্যাচাল পাড়লেই লোক দেখানো থেকে শুরু করে অনেক ঝামেলা ও নেফাকি শুরু হয় ।
অলী আউলিয়ারা নিরিবিলি পছন্দ করতেন । মানুষের সাথে থাকলে নিজেকে ঠিক রাখতে পারবেন না । সমাজবদ্ধ কোন মানুষই রিয়া , অহংকার থেকে মুক্ত নয় ।

আমরা কথায় কথায় বলি শুধুমাত্র আল্লাহর উদ্দ্যেশ্যে হতে হবে । এটা রিয়া , খ্যাতি ও অহংকার মুক্ত হতে হবে । এটা তখনই সম্ভব যখন নিজেকে লুকিয়ে রাখবেন । নতুবা এটা বড়ই কঠিন ।

হযরত হাসান (রাঃ) বর্ণনা করেন, হযরত মাসউদ (রাঃ) একদিন বাড়ী থেকে বের হলে অনেক লোক তাঁর পেছনে যেতে লাগল। তাদের দিকে ফিরে তিনি বললেন, তোমরা আমার পেছনে পেছনে আসছ কেন? আল্লাহর কসম! যে কারণে আমি আমার ঘরের দরজা বন্ধ রাখি, তা যদি তোমাদের জানা হয়ে যায়, তাহলে দুটি লোকও আমার সাথে চলবে না

এ ছাড়া হযরত হাসান (রাঃ) একদিন বাড়ী থেকে বের হলে লোকজন তাঁর পেছনে পেছনে যেতে লাগল। তিনি বললেন, কোন প্রয়োজন আমার নিকট থাকলে ভাল, নতুনা এটা কোন বিষ্ময়কর কিছু নয় যে,এ পেছনে পেছনে চলা ঈমানদারদের অন্তরে কিছু অবশিষ্ট রাখবে না।
আরও আছে : জান্নাতে যাবে অধিকাংশ দরিদ্র , সহায় ও অখ্যাত লোকেরা । তাই লুকিয়ে পড়ুন । অখ্যাত হওয়ার চেষ্টা করুন ।

স্বাভাবিকভাবে মানুষ প্রচার করতে পছন্দ করে । যেমন কারও মেয়ে বা ছেলে যদি মেডিকেলে পড়ে তবে সে জিঞ্জাসা না করলেও গায়ে পড়ে বলে আমার অমুক তমুক ইত্যাদি । এভাবে মানুষ সব জায়গায় নিজের একটি প্রফাইল তৈরীতে ব্যস্ত হয়ে যায় । যেন লোকে তাকে অধিক মূল্যায়ন করে

আরও জানতে : Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.