নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am Not Famous in This World, But I am Famous in Someones\' HearT AnD She iZ mY MoTHer\n\n

মুহাম্মাদ আরিফ হুসাঈন

সমাজ বদলানোর মতো দুঃসাহস আমার কাছে নেই।শুধু চেষ্টা করছি নিজেকে বদলানোর কারণ আমি অতি সাধারণ এবং অবহেলিত মানুষের মধ্যকার একজন

মুহাম্মাদ আরিফ হুসাঈন › বিস্তারিত পোস্টঃ

নিরমম আকুতি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

আমরা জয়নুল,
কিন্তু
জয়নুলের উত্তসুরি নই,দুরভিক্ষ
গ্রামীন চিতর কিংবা নীরব প্রতিবাদ দেয়ালিকা নয় ,
তুলিতে শুধু আঁচড় কাড়ে আলপনা আর
ষোড়শীদের বক্ষ।

সুকান্তরা জাগেনা,
ঘুম ঢুলু চোখে প্রতিবাদের স্লোগান দিতে দিতেই
কমনিষকালেও এ ঘুম তাদের ভাঙবে না
কেননা এখন,
প্রেম রাজ্যে পৃথিবী গদ্যময়,
আর চাঁদ যেন সুবাসিত
মৌন সহবাসের হাতছানি।


আর এখন পাঞ্জেরী
গোধূলীতে সীমাহীন ভাবনায়,
অস্তে নিমগ্নে সূরযয়ে
বারে বারে হেরী
সন্ধ্যে নামতে কতো দেরী ,
আজ নাকি বৈধ সব পতিতালয়।

ওহে টেলিগ্রাফের থাম নুয়ানো বাতাস
ধুমড়ে মুষড়ে দাও্‌
সব খোদাদের মসনদ
পিষে দাও সব সংসদ।
যেখানে আইন পিষ্ট হয়
নীরব সম্মতিতে ঘোষিত
আজ থেকে বৈ্ধ সব পতিতালয় ।

চলো জেগে ঊঠি
দেদীপ্যমান সুরয্যর মতো,
প্রতিবাদের আওয়াজ ছড়াই
আমাদের এই বাংলায়।
কেননা,
এখানে মানবতার হাহাকার
পূরনিমার মায়ের স্বপ্ণ গুলো
ধূলে লুটে হয় একাকার,
লাল কালির শিরনামে উঠে
আরেক প্রাণের অকাল মৃত্যু
দূরবৃত্তদের হামলায় ।

পরিশেষে পরিহাসময় আকুতি
স্রষ্টার কাছে ।
বিশুদ্ধ হোক সকল প্রাণ ,
সকল ঘাতক বিশৃংখলদের
হোক মহাকালের অনন্ত প্রয়াণ ।


মুহাম্মদ আরিফ হুসাঈন
খাতায় লিখেছি ৪/১২/২০১৫ তে রাত ১০ প্রায়
অনেক কিছু বদলে দিয়েছি (সামুতে আমার ৩য় পোষ্ট)




অনেক বানান ভূল করেছি।বাংলা টাইপ জানিনা অভ্র তে অ ভূল লেখেছি ।ভাষা গত ভুল হলে আশা করি শুধ রে দিবেন। এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

গেম চেঞ্জার বলেছেন: খুব ভাল আকুতি করেছেন। তবে এই বাক্যটিতে এসে কেন যেন থমকে দাঁড়ালাম-

প্রেম রাজ্যে পৃথিবী গদ্যময়,

আমি জানতাম এটা ক্ষুধার রাজ্যে হয়। তবে কবিতায় আপনার স্বাধীনতা। এতে হাত চালাতে রাজি নই। হ্যাপি ব্লগিং!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: ভাইয়া কচি হাতের লেখা,ভুল হলে ক্ষমাপ্রারথী। অনেক শুভেচ্ছা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.