নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am Not Famous in This World, But I am Famous in Someones\' HearT AnD She iZ mY MoTHer\n\n

মুহাম্মাদ আরিফ হুসাঈন

সমাজ বদলানোর মতো দুঃসাহস আমার কাছে নেই।শুধু চেষ্টা করছি নিজেকে বদলানোর কারণ আমি অতি সাধারণ এবং অবহেলিত মানুষের মধ্যকার একজন

মুহাম্মাদ আরিফ হুসাঈন › বিস্তারিত পোস্টঃ

আজকের আপুরা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

আজকের আপুরা
মুহাম্মদ আরিফ হুসাঈন

আজকের আপুরা,
যেন সব পেয়ারা,
পারে না কাজটা ,
শুধু পারে সাজটা,
নেই দেখ লাজটা ।
পারে না সইতে
শুধ পারে কইতে
"পিয়াজের ঝাঁজটা
মাছের ঐ খাঁজটা...."
দেখে পালায় পাজিটা ।

পারে না কাটতে ,
শুধু পারে চাটতে ,
রুইয়ের মাথাটা।

শেষ করি এই বলে
মায়েদের সাথে চলে,
সারার আগে সাজটা
শিখে নিও কাজটা।

হয়ে যাও রাঁধুনে
না হয়ে কাঁদুনে ।


ভূল হলে ক্ষমাপ্রার্থী




০৪/০৭/১৫
রাত ০৯ টা ৪০ মিনিট

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

বিজন রয় বলেছেন: এই সেরেছে!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: ভাইয়া কি সেরেছে?

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার অভিজ্ঞতায় অকর্মা আপুরাই এসেছে। পটু আপুদের দেখা পান নাই মনে হয়

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: মনে হয় ঠিক তাই

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

মাহমুদা আক্তার সুমা বলেছেন: আহারে বেচারা!! রাধুনি পাইল না!! :P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: বিয়েই করি নি রাঁধুনি পাব কোথায় ?

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো।।
ডিজিটাল বাংলাদেশ এটাকেই বলে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: ধন্যবাদ জানবেন

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

রূপক বিধৌত সাধু বলেছেন:

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: :-P ধন্যবাদ

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন:

আপুরা ক্ষেপলে কইলাম আপনার খবর আছে? :`>

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: আমি কিন্তু পালইয়া যামু

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ কিন্তু ঘরে বন্দি করে রাখার মনন না রাখাই উত্তম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: ভাইয়া বুঝলাম না তো

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

শায়মা বলেছেন: আজকের আপুরা
কে বলেছে বাপুরা?
পারে না কো কাজটা
শুধু জানে সাজটা...???

জানো নাকি সে কথা
যে রাঁধে বাঁধে চুল
আজকাল আপুরাও
জব করে কুল কুল।

ড্রাইভিং, হাইকিং
ট্রাইকিং কি বলো?
কোনটা পারেনি তারা
শুধু একবার বলো?

রাধে বাড়ে গান গায়
নাচে তাতা থই থই
বিরিয়ানী,চিজ হানি
নস্যি পাতানো দই।

এক হাতে ঘর ঝাড়ে
আরেক হাতে কম্পু
টিভিটাও দেখা চাই
মাথাতেও শ্যাম্পু।

সোজা কথা দশভূজা
কারে বলে জানো কি?
আপুরাই সেটা বাপু
একবার মানো কি!:)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: আপু বলছি আমি তাদের কথা
মায়েদের দিয়ে ব্যাথা
ব্যাস্ত নিয়ে সাজটি,
বলতেই হাঁড়ি মাজ
পড়ে যায় বাজটি।
এই বলে চাচ্ছি
ভূল হলে ক্ষমাটি,
লেখাতে কাঁচা
তোমার এ ভাইটি,
ভূল হলে দেখিয়ে দিও
শুধরানোর পথটি।
:||

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপুদের উপর দেখি ব্যাপক ক্ষ্যাপা!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: ব্যাপক ক্ষ্যাপা না । অনেকটাই নিজে দেখা B-)

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

আরজু নাসরিন পনি বলেছেন:

আশা করি শুধু সাজ নিয়ে ব্যস্ত থাকা আপুরা ভাববেন...
নিজেদেরকে মেধাকেও কাজে লাগাবেন ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ জানবেন ;)

১১| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪

মাসুদ মাহামুদ বলেছেন: খুব ভাল

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:২০

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.