![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজ বদলানোর মতো দুঃসাহস আমার কাছে নেই।শুধু চেষ্টা করছি নিজেকে বদলানোর কারণ আমি অতি সাধারণ এবং অবহেলিত মানুষের মধ্যকার একজন
রাতের পিনপন নীরবতা,এক নাগাড়ে ঝিঁঝিঁ ডেকেই যাচ্ছে।সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই,যেন ছন্দের তাল, বাম হাতে শেষ প্রায় সিগারেট।ডান হাতের কলমটা অনবরত লিখেই যাচ্ছে ক্লান্তিহীনভাবে সাথে মদের গেলাসটাও রয়েছে।প্লটটাও ঠিকমতো ঊপস্হাপন করতে পারছিনা।
ঘাড় তুলতেই দেখি ঠক ঠক আওয়াজে দেওয়াল ঘড়িটা জানিয়ে দিলো দুটো বেজে দশ মিনিট।ঝিঁঝিঁর ছন্দে ভঙ্গ দিয়েই কিপ্যাড খসানো মোবাইলটা বেজে উঠল।কানে ধরতেই বলে উঠল
“চলে যাচ্ছি জীবন থেকে,কালকে আমার বিয়ে” এপাশ উত্তর দিলো “যাও,আমার তো বাধা দেওয়ার ক্ষমতা নেই আর এটাইতো জাগতিক নিয়ম,সুখী হও” এটা বলতে না বলতেই টুট টুট আওয়াজের সাথে মনে পড়ে গেল আরে এটাইতো আমার প্রথম কথা আর পরক্ষণেই মনে হলো,এটাই কি আমাদরে শেষ কথা ?
গায়ে ধাক্কা লাগতেই কানে বেজে উঠল “ উঠ বাবা আটটা বাজে”
কিচেন রুম থেকে মায়ের গলার আওয়াজ ভেসে আসতে লাগল “ঝলমলে রঙিন খামটা কুরিয়ার সার্ভিসের থেকে এসেছে ,খুলে দেখ তো বাবা”
অবাধ বিষ্ময়ে খুলে দেখি তাতে আমার নাম লেখা।
পড়তেই চোখের কোণে জমে এলো লবণ পানির একটা বিন্দু
২৫/২/২০১৬ [ ১.৫৪pm ]
০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩
মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন:
২| ১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
কবীর বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ
শুভ ব্লগিং......
১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: শুভেচ্ছা রইল
১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা।