![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখক শিক্ষাবিদ ও গবেষক
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
১৯৮২ সালের কথা। আমরা দাওয়াত ও তাবলীগ করার জন্য ইংল্যাণ্ডে গিয়েছিলাম। আমাদের এক সাথী ছিলেন ডাক্টার আমজাদ সাহেব। তিনি নিগ্রোদেরও দাওয়াত দিতে শুরু করেন।
এক নিগ্রোকে দাওয়াত দিলে সে বলল, ইসলাম আমার খুবই পছন্দ; কিন্তু আমি মুসলমানদের ঘৃণা করি। ইসলাম ভাল ধর্ম কিন্তু মুসলমানরা খারাপ। আরেক নিগ্রোকে দাওয়াত দিলে সে বলল, আগে আপনারা কাজেকর্মে সহীহ মুসলমান হয়ে যান, তারপর আমরা মুসলমান হব।
তো ভাই, অমুসলিমদের ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নিতে এই যে বিলম্ব হচ্ছে, তার জন্য দায়ী কারা? আমরাই তো দায়ী, তাই নয় কি? মানুষকে আল্লাহ'র পথে ডাকা আমাদের দায়িত্ব ছিল। আমরা সেই দায়িত্ব পালনে অবহেলা করছি। তাছাড়া আমাদের বাস্তবজীবনে ইসলামি জীবনধারার যথাযথ প্রতিফলন নেই। সেজন্য অমুসলিমরা ইসলামকে মনেপ্রাণে ভাল বাসলেও ভালবাসেনা আমাদেরকে। কারণ আমরা মুসলমান হয়েছি ঠিকই কিন্তু মুসলমানিত্ব আমাদের কাছে নেই। আর সে কারণেই তাদের মুসলমান হতে বিলম্ব হচ্ছে।
ক্যালিফোর্নিয়াতে একবার রাস্তার পাশে এক আরব দাঁড়িয়ে ছিল। মাথায় পাগড়ি। পরিধানে কোর্তা এবং পাজামা। তাকে দেখে এক খ্রিষ্টান মেয়ের কৌতূহল জাগল। কাছে এসে বলল, তুমি কে? যুবক বলল, আমি মুসলিম। মেয়েটি বলল, এ কেমন পোশাক!!! যুবক তখন জবাব দিল, এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক। আমাদের নবী তিনি নিজে এ ধাঁচের পোশাক পরতেন এবং আমাদেরকে এরূপ পোশাক পরতে শিখিয়ে গেছেন। এটি ইসলামি পোশাক। (যুবকের কথা শেষ হল)।
এবার মেয়েটি বলল, এ পোশাকটি আমার খুবই ভাল লাগছে। আচ্ছা, অন্য মুসলমানরা এই পোশাক পরেনা কেন? অনেক মুসলমানকে তো আমাদের মতই শার্ট-প্যান্ট পরতে দেখি!
আরব যুবক তখন বলল, এ তাদের অবহেলা, উদাসীনতা আর অজ্ঞতা।
মেয়েটি বলল, বলো তো ইসলাম কী? আমাকে ঠিক ঠিক বল, ইসলাম কাকে বলে?
তখন আরব যুবক ইসলামের পরিচয় দিতে পাঁচ মিনিট কথা বললে তখন মেয়েটি মুসলমান হয়ে যায়।
পরিশেষ, তো ভাই! এই যে বিলম্ব হচ্ছে, তা কিন্তু আমাদের কারণেই। আমাদের নীতিহীন আচার আচরণের কারণেই তাদের ইসলাম গ্রহণে বিলম্ব হচ্ছে। আমরা যদি দ্বীনের দাওয়াতকে কাজ বানিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়তাম এবং নিজেদের প্রকৃত মুসলমান হিসেবে গড়তে পারতাম, তা হলে অমুসলিমরা মুসলমান হবেনা কেন? তারা তো আমাদেরই পানে তাকিয়ে আছে! আল্লাহ আমাদের সহীহ মুসলমান হিসেবে দ্বীনের জন্য কবুল করুন, আমীন ইয়া রাব্বাল আলামীন।
(তথ্যসূত্র : Saifur Rahman Khan (B.Sc Engg. EEE. BUET; MBA, IUJ, Japan .) Ex-Lecturer, IBA. University of Dhaka স্যারের ব্যক্তিগত একটি নেকচার থেকে)।
©somewhere in net ltd.