![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখক শিক্ষাবিদ ও গবেষক
রাসূল (সাঃ) কয়টি হজ্ব করেন এবং কখন করেন?
# রাসূল (সাঃ) কয়টা হজ্ব পালন করেছিলেন?
## রাসূল (সাঃ) তিনখানা হজ্ব পালন করেছিলেন।
# এগুলো কবে?
## হিজরতের পূর্বে দুটি আর হিজরতের পরে একটি।
# দলিল দিন!
## তিরমিযী শরিফঃ বাবু মা-জায়া কাম হাজ্জান নাবিয়্যি সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো দেখুন, ইবনে মাজাঃ বাবু হাজ্জি রাসূলিল্লাহি সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরো দেখুন, জামেউল ফিকহঃ ৩/৩৭০; ইবনে তাইমিয়া, যাদুল মা'আদঃ ২/১০১; ইবনে কাইয়্যুম।
আস-সুনানুল কোবরা লিল বাইহাক্বীঃ ১৮; কিতাবুল হাজ্ব। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। হাদীসের মানঃ সহীহ।
# রাসূল (সাঃ) হিজরতের পরের হজ্বটি কত হিজরীতে করেন?
## দশম হিজরীতে। যেটি "হাজ্জাতুল বিদা" নামে সুপরিচিত। সঙ্গে তিনি উমরাও করেন।
# রাসূল (সাঃ) মোট কতবার উমরা করেন?
## চারটি। সর্বশেষ উমরা ছিল হাজ্জাতুল বিদা'র সাথে। ১০ম হিজরীর জিলহজ্ব মাস, জুমাবার, বিদায় হজ্ব।
# রাসূল (সাঃ) হিজরতের পরে বড় (ফরজ) হজ্ব শুধু একবার করেছিলেন?
## জ্বী, হজ্ব তো জীবনে একবারই, তাই নয় কি?
# তা বটে, আচ্ছা রাসূল (সাঃ) তো চাইলে আরো বেশি করতে পারতেন। তা সত্ত্বেও শুধু একবার করলেন কেন?
## কারণ বিশুদ্ধ মতে হজ্বের বিধান প্রবর্তন হয়েছিল নবম হিজরীতে। তো ইতিপূর্বে যেই জিনিসটার কোনো বিধানই ছিলনা তিনি সেটাকে কেন এত বেশি গুরুত্ব দিতে যাবেন?
# কিন্তু হজ্বের বিধান তো ষষ্ঠ হিজরীতে প্রবর্তন হয়েছিল বলেই জানতাম!
## হ্যাঁ, তবে সঠিক তারিখ নিয়ে মতভেদ আছে। এ নিয়ে অন্ততপক্ষে চারটা মত পাওয়া যায়। হিজরী ষষ্ঠ, সপ্তম, নবম এবং দশম। এর সব গুলোই লিখা আছে।
# তাহলে সব চেয়ে বিশুদ্ধ মতে কোন তারিখটি?
## সব চেয়ে বিশুদ্ধ মতে হজ্বের বিধান প্রবর্তন হয়েছিল হিজরীর নবম বর্ষে। আর বিশুদ্ধমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বছরেই হজ্ব পালন করেছিলেন বলেই আমি জানি।
# আপনার নিকট এর কি কোনো দলিল আছে?
## হ্যাঁ আমি একটি কিতাবে এ বিষয়ে যেটুকু পেলাম তা নিম্নরূপঃ-
هو الصَّحيح أن الحجّ فُرض سنَة تِسعٍ من الهِجرة وهذا الذي عليه أكثر العُلماء، فأصحّ أقوال أهل العلم أن الحجّ فُرض سنَة تِسعٍ من الهجرة، وبعد ذلك حجَّ النَّبي صلَّى الله عليه وسلَّم- حجّةً واحدة،وهي حَجَّة الوداع
অর্থাৎ বিশুদ্ধ মতানুসারে হজ্ব ফরজ হয়েছিল নবম হিজরীতে। অধিকাংশ উলামায়ে কেরামের মত এটাই। আহলে ইলম (সংশ্লিষ্ট বিদ্যানগণ)'র বক্তব্য মতেও হজ্ব ফরজ হয়েছিল নবম হিজরীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বছর হজ্ব সম্পন্ন করেন। সেই হজ্ব ছিল একমাত্র হজ্ব ও হাজ্জাতুল বিদা। এ সম্পর্কে আরো তথ্য পেতে 'আদ-দীনুল খালিস' খন্ড নং ৯ পৃষ্ঠা নং ২০ দ্রষ্টব্য। (কিতাবের পাতাটি সরাসরি অনলাইন থেকে দেখতে ক্লিক করুন)। স্কিনশট নিচে দেখুন
বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ 'উমদাতুল ক্বারী' কিতাবের কিতাবুল হজ্ব পর্বের ১৭৫ নং পৃষ্ঠাতেও পরিষ্কার লিখা আছে যে, ইমামুল হারামাইন বলেছেন "হজ্ব নবম বা দশম হিজরীতে ফরজ হয়"। (উমদাতুল ক্বারী ফী শরহে সহীহ বুখারী, ইমাম বদরুদ্দীন আল আইনী আল হানাফী রহঃ)
# আচ্ছা, রাসূল (সাঃ) পরবর্তীতে আর কোনো হজ্ব করেছিলেন?
## না, করতে পারেননি।
# কেন করতে পারেননি?
## কারণ, তিনি হাজ্জাতুল বিদা এর পরে মাত্র তিন মাস (প্রায়) জীবিত ছিলেন। তো বেঁচে না থাকলে হজ্ব করতে পারবেন কিভাবে?
# জাজাকাল্লাহ। অনেক বেশি উপকৃত হলাম।
## শুকরিয়া।
[সংযুক্ত স্কিনশটঃ সুনানে কোবরা লিল বাইহাক্বীঃ ১৮]
লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী
©somewhere in net ltd.