![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখক শিক্ষাবিদ ও গবেষক
শায়খ ইবনে তাইমিয়াহ (রহঃ) এর কিতাব থেকে - 'তাওয়াফফা' (التوفي/توفي) শব্দের স্থান-ভেদে একাধিক অর্থ থাকার প্রমাণ
প্রশ্ন করতে পারেন যে, পবিত্র কুরআনে উল্লিখিত 'তাওয়াফফা' (توفي) শব্দের অর্থ কয়টি? এর প্রতিউত্তরে খোদ মির্যা গোলাম আহমদ কাদিয়ানী কর্তৃক স্বীকৃত সপ্তম শতাব্দীর যুগ ইমাম ও মুজাদ্দিদ শায়খ ইবনে তাইমিয়াহ (রহঃ) তাঁর 'আল জাওয়াবুস সহীহ লি-মান বাদ্দালা দীনাল মাসীহ' কিতাবের ৪র্থ খণ্ডের ৩৮ নং পৃষ্ঠায় লিখেছেনঃ
আরবী অভিধানে "তাওয়াফফা" শব্দটি ৩টি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যথা- (১) নিদ্রা (২) মৃত্যু (৩) রূহ এবং শরীর দুটো এক সঙ্গে নিয়ে নেয়া।
নিচে স্কিনশট দ্রষ্টব্য
এই কিতাবের অত্র পৃষ্ঠায় শায়খ ইবনে তাইমিয়াহ (রহঃ) পরিস্কার করে আরো লিখেছেনঃ ওয়া হুয়া ফিছ ছামায়িছ ছানিয়াতি ইলা আঁই ইয়ানযিলা ফিদ দুনিয়া। অর্থাৎ 'ঈসা (আঃ) তিনি দুনিয়াতে নাযিল হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় আসমানে-ই থাকবেন'।
সুতরাং কাদিয়ানী সম্প্রদায় "তাওয়াফফা" শব্দকে 'মৃত্যু' অর্থের জন্য খাস কিবা এটি ভিন্ন কোনো অর্থে ব্যবহৃত হবেনা - মনে করা সঠিক নয় বলেই প্রমাণিত হল!
[লিখাটি সবাই কপি/শেয়ার করে প্রচার করুন]
লিখক প্রিন্সিপাল নুরুন্নবী
©somewhere in net ltd.