নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাণ আছে, প্রাণ আছে– শুধু প্রাণই আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা ।

মার্টিন ক্রো

ছন্নছাড়া

মার্টিন ক্রো › বিস্তারিত পোস্টঃ

নারী দিবস নাকি নারী THE BOSS

০৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:১৪

নারী দিবস নাকি নারী দি বস

এখন বর্তমান সমাজের এটাই পুরুষদের মূল চিন্তার কারন। আমার চোখে দেখা কিছু কাহিনী বলি।

বাইরের টা কি বলবো বাসার কথাই বলি

আমার ছোট বেলায় মা মারা যাওয়াতে আমার স্বজনরা আমাকে মানুষ করেছে। এরপর বাসায় বাংলা সিনেমার মতো বাবার হাত ধরে সৎ মায়ের এন্ট্রি ।

আরে ব্যাস খেলা শুরু।

আমার গুষ্টির কেউ এলেই শ্রদ্ধেয় মা অসুস্থ। তার ঠান্ডা। সে দিশে হারা।

প্রথম প্রথম বেচারা বাপ আমার এই বিষয়ে প্রতিবাদি কন্ঠ থাকলে আস্তে আস্তে বউয়ের পানি পড়া আর তাবিজে এখন সে ও তার বউয়ের সুরে সুর মেলায়।

আর যদি মনের ভুলেও আমার মায়ের বাড়ি থেকে কোন লতার আত্বীয় ও আসে তাহলেওই হলো ব্যাস ফ্রিজ খালি। সব পদ থাকে সেদিন সব পদ। কোন মাছ মাংস তরকারি বাদ নেই।

শ্রদ্ধেয় মা তখন অসুস্থ থাকেন না।

আর আমার গুষ্টির কেউ এলেই বাবা বাজার করে না শুনিয়ে দিয়ে ডিম ভাজা, আলু ভর্তা, এমন এমন মাছ রান্না করে যার নামও জানিনা।

এখন আসি আমাদের বাসার সবচেয়ে পাওয়ার ফুল ব্যাক্তি মানে আমাদের কাজের বুয়া

আরে ভাই আমার বাপের বাসায় এতো পাওয়ার নেই যতটা কাজের বুয়ার আছে।

মাঝে মাঝে নিজেকে অসহায় লাগে এমন নারীদের সামনে।

যাক বাবা প্রেম অথবা বিয়ে এখনও আমার কপালে জোটেনি। বাসা থেকে মেয়ে খুজছে। জানিনা কতদিন আমি সুস্থ আছি।

আমি যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে আমার কাছে

নারী আর দিবস নেই নারী THE BOSS



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.