![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস রাখো হৃদয়ে , জয় তোমার হবেই হবে
হয়তো আমার চোখে একরাশ স্বপ্ন ..
কিন্তু তোমরা জানো আমার সাধ
থাকলেও সাধ্য নেই ..
তাই
আমাকে হয়তো তোমরা অবহেলা কর ..
তোমাদের মত আমার গায়ের রঙ
উজ্জ্বল নয় .. তাই
আমাকে হয়তো তোমরা গ্রাহ্য কর না ..
হয়তো আমার পোশাক তোমাদের পছন্দ
না .. আমি মধ্যবিত্ত .. তোমাদের মত
এত দামি পোশাক পরা হয় না আমার ..
আমার চলাচল হয়তো তোমাদের
বিরক্তির কারন .. কিন্তু তোমাদের
জন্য
আমি নিজেকে বদলাতে পারি না ..
তোমাদের মত আধুনিক ভাষায়
কথা বলি না .. তাই হয়তো তোমাদের
কাছে আমি মূর্খ .. বাচাল ..
হয়ত তোমাদের মত দামি খাবার খাই
না আমি .. .. এই
কারনে হয়তো তোমাদের
কাছে আমি নগণ্য ..
তোমাদের মত
হাসিমুখে মিথ্যা অভিনয়
করতে পারি না ...
চেপে রাখতে পারি না মনের আকুতি ..
তাই তোমাদের
কাছে আমি আবেগপ্রবন ...
তোমাদের মত আমার ঘর
ভর্তি ডিগ্রী নেই ... তাই তোমাদের
কাছে আমি হাসির পাত্র ..
তোমাদের মত আমার নামের
পাশে একগাদা বিশেষণ নেই .. তাই
আমি মূল্যহীন তোমাদের মাঝে ..
আমি অকেজো এক মাংসপিণ্ড ..
সমাজের বোঝা বাড়িয়ে চলেছি ..
তোমাদের ভাগের অক্সিজেন নষ্ট
করে চলেছি প্রতি নিয়ত ...
আমার শরীরে ঘামের কটু গন্ধ ..
তোমাদের সুগন্ধী সমাজে আমি বড্ড
বেমানান ...আমাকে তোমরা বরং দূরেই
সরিয়ে রাখ ..
হয়তো আমি খুশি করতে পারিনি
তোমাদের .. দিতে পারিনি তোমাদের
প্রাপ্য পাওনা .. কারন
আমি মধ্যবিত্ত ..
কিন্তু মনে রেখ .. আমি তোমাদেরই
একজন ...........................................................
.....
©somewhere in net ltd.