নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাময় পৃথিবীকে ঘিরে বেঁচে থাকতে চাই অনেকদিন

চলেছি সামনে মেঘ কেটে পথ খুঁজে

মারুফজয়

বিশ্বাস রাখো হৃদয়ে , জয় তোমার হবেই হবে

মারুফজয় › বিস্তারিত পোস্টঃ

তবুও জীবন যাচ্ছে চলে..

১৮ ই জুন, ২০১৪ রাত ১:৪৭

এই পৃথিবীর প্রত্যেকটি মানুষই চায় খুব সুখে-শান্তিতে কাটুক তাঁর জীবন।কিন্তু এটাও সত্য যে ,জীবন কখনও একভাবে চলে না । জীবনে বৈচিত্র্য আসেই দুইদিন আগে আর পরে! প্রত্যেকেরই জীবনে একটা লক্ষ্য থাকে। আর ওই লক্ষ্যে পৌঁছাতে হলে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয় ।কেউ পারে আবার কেউ পারে না! যারা পারে তাঁরাই জীবনে সফল হয়। সফলতার জন্যে মানুষ কত কি না করতে পারে?কিন্তু এ যুগের সফলতার কোন মূল্য নাই! যার টাকা আছে তাঁরই সফলতা আছে!এখন মেধার কোন মূল্যায়নই নাই।সবই এখন টাকার খেলা!!!!!!! আজকে সবার ধারনা এটাই হয়ে গেছে যে টাকা থাকলে সবই হয়! ভালো চাকরি,ভালো কলেজে ভর্তি আরও ইত্যাদি ইত্যাদি। :-* এখানে নেই কোন সহানুভূতি,নেউ কোন আত্মমর্যাদা!আছে শুধু লোভ,টাকার নেশা। আজ আমাদের দেশ টা পুরোই দুর্নীতিতে ভরে গেছে।দেশ থেকে শান্তি পুরোপুরি উঠে গেছে।আর এখন মানুষও ছুটছে টাকার পেছন পেছন।দারিদ্রতায় ভরা দেশ টা তে হাহাকার নেমে এসেছে।তবুও মানুষ ছুটছে, একটুখানি শান্তির আশায় ।তাদের জীবন যাচ্ছে চলে হতাশার ছায়ায়।তাদের জীবনে নেই কোন হাঁসি,নেই কোন আনন্দ!শুধু কান্নার আওয়াজ!তাদের দেখার কেউ নেই! তারা জীবন টা পার করছে অন্ধকারে বসে...........

এভাবে কি জীবন চলে???

জবাব চাই দেশের মানুষ জবাব চাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.