![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছা থাকবে মেডিকেল লাইফ এ যা কিছু ভালো লাগে, যা কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব তা লেখা।
প্রথম বর্ষে যখন মেডিকেল এ পড়ি, তখন সকাল ৮টায় ক্লাস। প্রথম প্রথম সকালে উঠে খেয়ে নেয়া চলত। কিন্তু দিন যত যায় ঘুম বেড়ে যায় -বস্তুত রাত জাগার পরিমান বাড়তে থাকে।হোস্টেলে তো রাত ই শুরু হয় ১০টায়। সেখানে যদি ১.টায় ঘুমাই কেমনে হয়। সকালে তাই বিধিবাম। মেয়েদের কথা জানিনা, ছেলে রুপচর্চা কারীদের কথা জানিনা। জানি শুধু রাত জাগা(অর্ধ জাগা ) পাখিদের কথা। তা সকালে উঠে আমাদের চেহারা কেমন হয়-নো ক্রীম।অনলি ব্রাশ দিয়ে দাত মেজে এপ্রন পড়ে ক্লাসে দৌড়। ৪টি বছর কেটে গেল। আগে না হয়- ক্লাসের গ্যাপে নাস্তা খাওয়া চলত।এখন তো রীতিমত টাইট শিডিউল। সেই শিডিউল এর চাপে সকাল ৭টায় ক্লাস শুরু করে ১০টায় খাবার মত সময় মিলে।তাও মাত্র ১৫-২০ মিনিট।
পুরাই বিরক্ত হয়া গেছি রে ভাই।প্রতিদিন সকালে সেই রাবার রুটি, অথবা অসার খিচুড়ি খাইতে খাইতে।মেডিকেল এ ভর্তির আগে তো ভাবছিলাম -না জানি ডাক্তার রা কত হেলথি খাবার খায়-ধুচ্ছাই।অথচ সকালের নাস্তার কত উপকার জানেন। কিছু বলি-তার আগে বইলা রাখি এগুলা কিন্তু মেডিকেল এ পড়ায় নাই। পড়াবেও না। ডাক্তার গুলা খালি প্রেসার রোগী কী কী খাবেনা তাই বলতে পারে। মোটা হবার উপায় জানতে চাইলে ধরায় দিব ভিটামিন ট্যাবলেট।ডাক্তারদের তো এগুলো আগে শিখানো উচিত-যে কিভাবে শরীর ভালো রাখা যায়, কিভাবে সুস্থ্য থাকা যায়(এগুলার কিছু কিছু কমিউনিটি মেডিসিন এ আছে, কিন্তু সংজ্ঞার চোটে বই তো খুলিই নাই,গাইড কোনমতে পড়ছি)। আপনাদের কতগুলি নিয়ম বলি-সেই নিয়ম ঠিক রেখে আমারে বলবেন কি নাস্তা করতে পারি।ভাই খুব জরুরী দরকার।
১.যারা সকালের নাস্তা করেন, তারা সারাদিনের এক তৃতীয় অংশ ক্যালরি খান| যা সারাদিনে পরের খাবার গুলো কম খেতে সাহায্য করে|
২.তাছাড়া সকালে খেলে সারাদিন কাজের শক্তি ও পুষ্টি পাওয়া যায় | সারাদিনের কাজেও মনোজাগ আসে যদি সকালের নাস্তা ঠিক মত করা হয় ,মন মেজাজ ও ঠিক থাকে |
তাছাড়া অনেক্ষণ না খেয়ে থাকলে gastric হতে পারে | যার জন্য আপনি হয়ত সারা জীবন ভুগবেন |
৪.রিসার্চ করে পাওয়া গেছে যে সকালের নাস্তা না করলে ব্রেইনের কর্মক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় | সব বয়সের সবার জন্যেই সকালের নাস্তা দরকারী | কারণ সারা রাত অনেক্ষণ না খেয়ে থাকার ফলে আমাদের শরীরে রক্তের গ্লুকোস কমে যায়,ফলে শরীরের শক্তি কম অনুভব হয় | নাস্তা করলে সেই শক্তি আবার ফিরে আসে |
আগে থেকে বলে রাখি পরটা, খিচুড়ি কিন্তু খাইতে বলবেন না। ভিন্ন কিছু বলেন?????
১৭ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
৭১৫০ বলেছেন: কি বলমু ভাই-না খাই না খাই চিকন হয়া গেলাম।
২| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৫৫
কবিরাজ_কুশল বলেছেন: পুরা ভার্সিটি লাইফে মনে হয় হাতে গোনা কয়েক দিন নাস্তা করতে পারসি । ঘুম শুধু ঘুম । ক্লাস ৮ টায় থাকলেও যা ১১টায় থাকলেও তা ।
১৭ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪৭
৭১৫০ বলেছেন: আপনার মত আমার রুমমেট আছে। সকালে নাস্তা করেনা, তবে দুপুরে সেই রকম সেই রকম ভাত খায়। ডাইনিং এ আস্ত ভাত গিলতে থাকে। আরো আছে শুক্রবার কাহিনী। এ দিনে উনারা চোরাই বিয়া খায়-সেজন্য আগের দিন রাত, সকালের নাস্তা উপোস থাকে। আবার পরে বিয়েবাড়িতে চোটপাট শেষে রাতের খাওয়া থেকে মুক্তি। সমস্য হল আপনার পেট এরকম কোন ট্যাঙ্কি না।
৩| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০০
তানভীর হোসাইন বলেছেন: আপনি সারা বছর রোজা রাখেন। রাতে খেয়ে একেবারে ঘুমাবেন!
১৭ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪৮
৭১৫০ বলেছেন: আমার জন্য সেহরী রান্ধবো কে??????
৪| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০০
ভুলো মন বলেছেন: পরোটা/চাপাতি উইথ গরু ভুনা...
১৭ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫০
৭১৫০ বলেছেন: গরু ভুনা..............পুরাই খিদা পাইল।কিন্তু সক্কালে ক্যান্টিন যে গরু ভুনা করে তা খাইবার গেলে আমারে দুপুরে উপবাস থাকা লাগবো। তাও আপনার পরামর্শ ভালো লাগলো।
৫| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৫৬
কবিরাজ_কুশল বলেছেন:
আপনার রুমমেটের কথা শুনে হাসি পেল । আমি সেই রকম না । সকালের নাস্তার জন্য অনেক কিছু ট্রাই করেছি (জেলী_পাউরুটি, কর্ণফ্লেক্স, হরলিক্স_টোস্ট, ডিম_পরোটা) কিন্তু কোন লাভ হয় নাই । সকালে গলা দিয়ে কিছু নামতেই চাইতো না । তার উপর সকালের ঘুম তো ছিলই আর তাঁর সাথে ক্লাশের তাড়াহুড়া ।
১৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৫৫
৭১৫০ বলেছেন: ধন্যবাদ ভাই। সকালে আসলেই খাবার গলা থেকে নামতে চায় না।
৬| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:১৯
মনে নাই বলেছেন: আপনি ডিম-ব্রেড টোস্ট করে খেতে পারেন, আবার ব্রেড দিয়ে ডিমের ঝালফ্রাই, ছেড়াবেড়া ডিম ভাজাও খেতে পারেন, সাথে একটা কলা।
সবচেয়ে বড় কথা হলো নাস্তার মজা পেতে হলে আপনাকে ১ ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে, আর নয়তো যাহাই খাবেন তাহাই ঘাস ঘাস বা কাঠ কাঠ মনে হবে।
একান্তই সময় না পেলে ১০ মিনিটের মধ্যে ৩-৪ টা সিংগারাও খেতে পারেন।
১৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৫৮
৭১৫০ বলেছেন: ১ ঘন্টা আগে উঠতে হবে!!!!!!!! ৭ টার ক্লাসের জন্য ৬ টায়। আমি জাগমু আর আমার রুমমেট গুলা ঘুমাবে। দুনিয়ার আর সকল কিছু সহ্য করলেও এটা কেমনে সহ্য করবো।
ডিম -ব্রেড টোস্ট ভালো লাগলো। দেখি তাহলে বাসা থেকে টোস্টার টা নিয়ে আসতে হবে। বাসায় তেমন ইউজ করেনা। যে কারেন্টের বিল। এখানে তো সরকারী কারেন্ট।হি হি
৭| ১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১২:২৬
জামিল আহমেদ জামি বলেছেন: কোন মেডিকেল..???
১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৩৯
৭১৫০ বলেছেন: সরাসরি উত্তর দিতে মন চায় না। ব্লগ পড়তে থাকুন জানতে পারবেন।
৮| ২০ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:১১
জামিল আহমেদ জামি বলেছেন: এই যে !! এখন যে আপনার ব্লগে আসার মন উঠে গেল....
২০ শে অক্টোবর, ২০১১ রাত ১০:২৫
৭১৫০ বলেছেন: মন উঠে গেল!!!!!!! ভাল।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:১০
এইতোআমি০০৭ বলেছেন: