নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথার চুল চিড়তে মন চায়।

৭১৫০

ইচ্ছা থাকবে মেডিকেল লাইফ এ যা কিছু ভালো লাগে, যা কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব তা লেখা।

৭১৫০ › বিস্তারিত পোস্টঃ

ইন্টার্নি তো নয় যেন দালালির প্রশিক্ষন

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৭

ধরে বসে থাকবেন না যে, সকল ইন্টার্নিদের বলছি। নিজেকেই বলছি। ক্যাজুয়ালটি নাইট।সকাল ৭ টা। রোগী আসলো। দেখলাম তার টিবিয়া ভাঙ্গা। আমার প্রথম কাজ এই ক্ষেত্রে এক্স রে করতে পাঠানো। নাহ ভুল বুঝলেন। আমার প্রথম কাজ এই ক্ষেত্রে রোগীর লোককে বুঝানো-যে আমাদের এই নামকাওয়াস্তে মেডিকেল কলেজে এক্স রে টা পর্যন্ত এখন হয় না। দয়া করে কোন এক ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এক্সরে করে নিয়ে এসে-যদি চান যে এখানে এসে প্লাস্টার করবেন-তবে এসে আমাদের ধন্য করুন।

তাও ভালো এখন পপুলার সিটি স্ক্যান করতেছে-নইলে তো রোগী মাঝে মাঝে এ্যাম্বুলেন্স এই ঘুরে চলে যায়। আমাদের কাউন্সেলিং এ। ভাই এই তাবত বগুড়ায় সিটি স্ক্যান নাই-হয় আপনি রাজশাহী যান নয়তো খাজা ইউনুসে যান। সিটি স্ক্যান দামি মেশিন। না হয় সহ্য হয়। সিটি স্ক্যান এর রোগীও বেশি না। দিনে ১০-১২ টা। কিন্তু ভাই ক্যাজুয়াল্টি এর রোগী মানেই তো ভাঙ্গাচুড়া থাকবেই। দিনে ১০০-২০০ রোগী তো ভাই দালালি সহ্য হয় না।

ভেবে বসে থাকবেন না যে-আরে বাইরে পাঠান-টাকা পান। না ভাই-এই যে দিনে ১০-১২ টা সিটি স্ক্যান যায়-এক্টারো কোন টাকা পাই নি। বেসিকালি রোগী গুলা ফেরত আসেই কম। ওই পপুলার বা ডক্টরস এই ভর্তি হয়ে যায়। আর আমার মেডিকেল এর সম্মানিত স্যার-অথবা উদ্ধর্তন কর্তৃপক্ষের পোয়াবারো হতে থাকে। প্লিজ প্লিজ প্লিজ আমাকে আর দালাল বানিয়েন না। মেশিন গুলা একটু ঠিক করুন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৮

মদন বলেছেন: এভাবেই দেশ চলতে থাকবে...

২| ১৫ ই মার্চ, ২০১৪ ভোর ৬:২৮

৭১৫০ বলেছেন: হ

৩| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৭

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আপনাদের তো ভাই প্রায়ই দেখি রুগীর আত্মীয়দের সাথে মারামারি করে স্ট্রাইক করতে। কই একবারওত দেখলামনা এটা নিয়ে কিসু করতে? আমার জানা মতে boxed and packed অবস্থায় নষ্ট হয়েছে কয়েক হাজার টাকার equipment

৪| ১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৬:১৭

৭১৫০ বলেছেন: রোগীর আত্মীয়দের সাথে মারামারি হয় এটা ঠিক। এখানে রোগীর লোকদের সাথে মনোমালিন্য -কথা কাটাকাটি যাই বলেন কাম্য নয়। এক্ষেত্রে রোগীর লোকদেরও কিছু দোষ থাকে। কিন্তু টেস্টের ব্যাপারে আমরা ইন্টার্নিরাও চাই যে রোগীরা মেডিকেল থেকেই করুক, এতে রোগীর ও মঙ্গল। বক্স এন্ড প্যাকড অবস্থা হাজার হাজার টাকা যন্ত্র নষ্ট হয়েছে-কথাটি একদম সত্যি। এবং এক্ষেত্রে আসলে আমাদের বি এম এ নেতাদের বাদে আমাদের ইন্টার্নি লেভেলে কিছু করার নেই।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: এই নিয়ে আমার লেখা সময় পেলে পড়বেন। এ নিয়ে আমার লেখার লিঙ্ক : আরেকটা
আরও একটা:

ভাই,আপনাদের মত কিছু লোক আছে বলেই আমরা এখনো আশায় বুক বাধি। দোষ আমাদের অনেক। আমরা চাই আমাকেই আপনি দেখবেন সব্বাইকে ফেলে। কি ভয়ংকর চাওয়া। আমরা রাতের আঁধারে উকিলকে টাকা দিয়ে আসি, ভুলেও কাওকে বলিনা সে কথা। কারণ উকিল আমাকে প্রমিস করেছে সে আমার হয়ে বাঁশ দিয়ে দিবে। দোআ করি অনেক বড় ডাক্তার হউন অনেক পড়াশুনা করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.