নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রকাশিত আত্মকথা

মারুফ অভিক

অসাধারণ একজন সাধারন মানুষ

মারুফ অভিক › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবসের ভালবাসা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩২

পাশ্চ্যাত্তের অনুকরনে আমাদের দেশেও খুব ধুমধাম করে ''বিশ্ব ভালবাসা দিবস'' পালন করা হয় প্রতি বছর। বিশেষ এই দিনটিকে ঘিরে আয়োজনের কমতি থাকে না। এই দিনের হয়তো একটি ব্যপক ইতিহাস আছে তবে সেটা নিয়ে ভাবার দরকার নেই কিছু কিছু দিবসের অন্তর্নিহিত অর্থ অনুধাবন করার চেয়ে সেটাকে পালন করাটাই মুখ্য বিষয় হয়ে দাড়ায়। যেকোনো দিবসের সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেই দিবসকে কেন্দ্র করে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন যেটা তার আচার-আচরনে পরিলক্ষিত হয় যেমন একটু সহজ করে বললে ঈদের দিনে আমাদের মাঝে যেমন একটি বিষয় কাজ করে যে আজকে সবাই হাসিখুশি থাকবো,ঝগড়া করব না,সবার সাথে কোলাকুলি করবো ঠিক তেমনি ভালবাসা দিবসেও কমবেশি অনেকের মাঝে একটি পজেটিভ ইন্টেনশন কাজ করে। সবার মাঝে একটা উৎসব উৎসব আমেজ থাকে।সবার মনেই কম বেশি ভালবাসার উদ্রেক হয়। প্রেমিক-প্রেমিকা ছাড়াও অন্য স্বাভাবিক মানুষেরাও নিজেদের এই আনন্দ থেকে দূরে রাখতে পারে না। কিন্তু প্রেমিক-প্রেমিকাদের জন্য এই দিনটি বিশেষ আশীর্বাদ সরুপ। তাদের আনন্দ দেখে মন ভালো না হয়ে উপায় নেই। তবে আমরা আবার অন্যের আনন্দ বেশি একটা দেখতে পারি না। আমাদের মাঝে হিংসাপরায়নতা চলেই আসে! ওর আছে আমার কেন নেই??তবে এটা অস্বাভাবিক কিছু নয় ভালো জিনিসের আশা তো সবাই করে। রেস্টুরেন্ট শিল্পের ব্যপক প্রসারের দরুন এখন ভালবাসা খুব সহজ হয়ে গিয়েছে। অনেকে আবার এই বিশেষ দিনটিতে বিয়ে করে। এতে করে সেই বিয়ের আসলেই কোন গুনগত বিশেষত্ব আসে কিনা জানি না। অনেকে এই দিনে নিজের মনের কথা প্রিয়জনকে জানায়।এই দিনে জানালে উত্তর ''হ্যাঁ'' হবার সম্ভাবনা বেশি সেটাও ভেবে দেখার বিষয়! যাই হোক অনেক দিক দিয়েই এই দিনটি বিশেষ। এর পক্ষে বিপক্ষে বিতর্ক থাকতে পারে তবে সারা বছর আমরা এত জাগতিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি সেখানে এমন কিছু দিবস অবশ্যই আমাদের সেই সুযোগটি এনে দিয়েছে যাতে আমরা আমাদের প্রিয়জনের হাতটি ধরে অন্তত বলতে পারবো ''আমি তোমাকে ভালবাসি এবং তুমি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ'।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.