নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Maruf Rusafi is a Bangladeshi journalist and author. He was born on 24 October 2001 in Narayanganj, Dhaka, Bangladesh.Maruf Rusafi is writing for Jugantor, Daily Naya Diganta, JagoNews24. Maruf Rusafi\'s popular books are Atheist, Niqab.

Maruf Rusafi

Maruf Rusafi › বিস্তারিত পোস্টঃ

মারুফ রুসাফী এর নতুন বই “সেই পুরোনো ডায়েরী”

১১ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪



হঠাৎ একদিন তোমার অবহেলার শহর ছেড়ে চলে যাব অন্য কোথাও, অন্য শহরে; যে শহরে তুমি নেই, অবহেলাও নেই!

লেখক মারুফ রুসাফী তার সেই পুরোনো ডায়েরী বইটি এমনই কিছু অবহেলা, অভিমান এবং জীবনের কিছু ক্রাইসিস দিয়ে সাজিয়েছেন। বাস্তবতা কতটা কঠিন হয় তা বইটিতে সুন্দর ভাবে ফুটে ওঠেছে। বইয়ের ভিতরের পোস্টমর্টেমের অংশটা পাঠকের হৃদয়ে টনক নেড়ে উঠবে। বইয়ের ভিতরের কিছু লাইন, কিছু অণুকাব্য পাঠকের বেশ ভালো লাগবে বলে আমরা আশাবাদী।

লেখকের ইতোমধ্যে আরো দুটি বই এথেইস্ট এবং নিকাব হাজারো পাঠকের হৃদয় কেড়েছে। সেই পুরোনো ডায়েরী বইটি এথেইস্ট এবং নিকাব এর চেয়েও ভালো কিছু হতে যাচ্ছে বলে পাঠকদের ধারণা। তাই সেই পুরোনো ডায়েরী কে ঘিরে পাঠকদের উচ্ছ্বাস এবং উল্লাস ছড়িয়ে পড়েছে।

বইটি একুশে বইমেলাকে সামনে রেখে বই অঙ্গন প্রকাশন এর ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে। দারুণ কালারে রহস্যময় প্রচ্ছদটি করেছেন আদনান আহমেদ রিজন। একজন পাঠক আমাদেরকে জানান, সেই পুরোনো ডায়েরী বইটির জন্য সে এক বছর ধরে অপেক্ষা করছেন এবং বইটি ছুঁয়ে দেখার তুমুল আগ্রহ প্রকাশ করেছেন।

লেখক মারুফ রুসাফী তার লেখনীর মতোই স্নিগ্ধ ও সহজ-সরল জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। জীবনটাকে সরলতার মাঝেই আঁটকে রাখতে চান। লেখকের সেই পুরোনো ডায়েরী বইটি আশাকরি এথেইস্ট এবং নিকাব এর মতোই পাঠকপ্রিয়তা পাবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৯

Maruf Rusafi বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.