নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতুহল ভরে আজি হতে শতবর্ষ পরে।"
-রবীন্দ্রনাথ ঠাকুর
মৃত্যুর পর কেটে গেছে তেরাশিটি বছর, আসছে একচল্লিশ সালে রবীন্দ্রনাথের মৃত্যু শতবর্ষ পালিত হবে, কিন্তু এখনও রবীন্দ্রনাথের সম্যক বিচরণ প্রমাণ করে রবীন্দ্রনাথ কত বেশি প্রাসঙ্গিক! কত বেশি শক্তিশালী!
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাঁচ বছর পর, ১০ই ফেব্রুয়ারি ১৯২৬ সালে রবীন্দ্রনাথ কার্জন হলে দ্যা মিনিং অব আর্ট শিরোনামে বক্তৃতা রাখেন, ১৩ই ফেব্রুয়ারির দ্বিতীয় বক্তৃতার শিরোনাম ছিল দ্যা রুল অব জায়ান্ট। জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে কবি লেখেন গীতিকবিতা 'বাসন্তিকা'।
রবীন্দ্রনাথের এই ইতিহাস আমরা সবাই জানি। রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধীতা করেছিলেন কি করেননি সেই ডিবেটে আমি যাবো না। কেননা আমি জানি রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসেছিলেন এবং উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। মানে বিরোধিতা করে থাকলেও রবীন্দ্রনাথ পরিবর্তিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ ছিলেন বাঙালি বিশ্বচরিত্র, যিনি আমার মায়ের ভাষায় গীতিকবিতা রচনা করে পুরো পৃথিবীতে পরিচিত হয়েছিলেন। রমা রোলা কিংবা আইন্সটাইন রবীন্দ্রনাথের ভাবনায় ভাবিত হয়েছেন।
অথচ পূর্ব পাকস্তানে ১৯৬৫ সালে রবীন্দ্রনাথের গানকে প্রথমে অলিখিতভাবে এবং পরে ১৯৬৭ সালে লিখিতভাবে নিষিদ্ধ করা হয়।
গান আমার আলোচ্য বিষয় নয়, আমি খুব কমই গান শুনি বা শুনিনা বললেই চলে। মাঝে মাঝে গীতিকবিতা কিংবা সুরহীন বাক্যের অর্থ খোঁজার চেষ্টা করি।
কিন্তু বাতিল করার চেষ্টায় শিল্পীর শিল্প আরও বেশি তীব্র হয়ে উঠবে, শিল্পী হয়ে উঠবেন আগুন পাখি, আর এটাই নিয়ম।
আর একারণেই রবীন্দ্র সমালোচনায় হুমায়ুন আজাদ লেখেন, "রবীন্দ্রনাথ- যাঁকে বাতিলের চেষ্টা করে আসছে নষ্টরা পবিত্র পাকিস্তানের কাল থেকে; পেরে ওঠে নি। এমনই প্রতিভা ঐ কবির, তাঁকে বেতার থেকে বাদ দিলে তিনি জাতির হৃদয় জুড়ে বাজেন; তাঁকে পাঠ্যপুস্তক থেকে বাদ দিলে তিনি জাতির হৃদয়ের কাব্যগ্রন্থে মুদ্রিত হয়ে যান, তাঁকে বঙ্গভবন থেকে বাদ দেওয়া হলে তিনি সমগ্র বঙ্গদেশ দখল করেন; তাঁর একটি সঙ্গীত নিষিদ্ধ হলে তিনি জাতীয় সঙ্গীত হয়ে ওঠেন।"
ব্রিটিশ শাসনে রবীন্দ্রনাথ পুলকিত হয়ে লেখেন, "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে,নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?"
অথচ যখন ৬৩ দিন অনশনে থাকার পর লাহোরের বোরস্টাল জেলে জোর করে খাওয়াতে গিয়ে মৃত্যু হল বিপ্লবী যতীন দাসের, সেই একই রবীন্দ্রনাথ লেখলেন,
"সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ
হে ভৈরব, শক্তি দাও, ভক্তপানে চাহো
সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ
দূর করো মহারুদ্র, যাহা মুগ্ধ, যাহা ক্ষুদ্র
দূর করো মহারুদ্র, যাহা মুগ্ধ, যাহা ক্ষুদ্র
মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ''
এটাই হলো কবির পরিবর্তন, প্রাজ্ঞ হয়ে উঠা। আর এরই ধারাবাহিকতায় রবীন্দ্রনাথ লেখলেন সভ্যতার সংকট নামের প্রবন্ধ, যা এই উপমহাদেশ ও ব্রিটিশ শাসনকে আলাদা চোখে দেখে।
জাতীয় সংগীত কি হবে না হবে সেটা আমার আলোচনার বিষয় নয়। যে ব্যক্তি জীবনের আটটি বছর আয়নাঘরে কাটিয়েছেন, তার কাছে দেশের নাম ঠিক থাকা আর না থাকার কোন মানে নেই। তার ক্রোধ আর কঠিন ও শক্তিশালী হয়ে প্রজ্বলিত হওয়ার কথা। অন্তত যে শব্দ ও কাজে ভারতের গন্ধ নাকে আসে, তা প্রত্যাখ্যান করাই মহৎ প্রতিবাদ।
রবীন্দ্রনাথ তারা কর্মে ও বার্তায় প্রাসঙ্গিক, বাঙালি হৃদয়ে জাগরুক৷ কিন্তু ভারতীয় আগ্রাসনে রবীন্দ্রনাথের যে চিত্র, রবীন্দ্রনাথ যে দেবতা হয়ে উঠেন বাংলাদেশের মানুষ সেই দেবতার উপাসনা করতে চায় না, প্রত্যাখ্যান করে। স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আবার নতুন স্বাধীনতা পাওয়া দেশের মানুষ সার্বভৌমত্বের প্রশ্নে বলতে শিখে যায়, আমারও কিছু বলবার আছে।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন কিংবা স্থায়ী হওয়া নিয়ে আমার কোন মন্তব্য নেই। কিন্তু বাংলাদেশের মানুষের বলবার ভাষাকে আমি স্বাগত জানাই, অন্যদিকে রবীন্দ্রনাথকে নিয়ে যারা মিথ্যা ছড়ায় তাদের প্রত্যাখ্যান করি।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৪৩
হাবিব ইমরান বলেছেন:
মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানাই। বেশিরভাগ মানুষ যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন চায় তাহলে পরিবর্তন করা হোক।
বাংলাদেশের মত চির অভাবের দেশে জাতীয় সঙ্গীত থাকাটা বিলাসিতা। আছে যে এটাই তো অনেক।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:০১
অগ্নিবেশ বলেছেন: ভিক্ষার কাম নাই, কুকুর ঠেকাও। ভাই অনেক হইছে, রবিকবি বাইচা থাকলে বলত আমার গান আমারে ফেরত দে। তোগো গান বাজনার দরকারই নাই। গান বাজনা হারাম।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:২৭
প্রহররাজা বলেছেন: জাতীয় সংগীত পরে, আগে জেল থেকে ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসী দের সামলান।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কবি গুরু প্রিয় কবি কোন সন্দেহ নেই। মানুষ জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা করছে সেটাও নিরুৎসাহিত করবো না আমি। তবে মানুষ এখন মনের কথা বলতে পারছে এটা ভালো লাগছে আমার। আমরা কথা বলতে পারি। কবি গুরু র গ্রেটনেস তাতে কমছে না।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৩৩
রানার ব্লগ বলেছেন: আমার জাতীয় সংগীত নিয়ে সামান্য কটু কথাও সহ্য করা হবে না। আযমী গাযমি গোনার টাইম নাই।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:২৫
শাহিন-৯৯ বলেছেন: বাংলা সাহিত্য রবীন্দ্রনাথের লেখা ছাড়া অস্পূর্ণ, আমার চোখে রবীন্দ্রনাথ চরিত্র দুইভাগ, এক, জামিদার রবীন্দ্রনাথ দুই, কবি, লেখক রবীন্দ্রনাথ। উনার লেখার গুনে উনার জমিদার চরিত্র হয়তো সেভাবে কখনো আলোচিত হয়নি বা কেউ তেমন লেখালেখি করেনি তবে একদম লেখা হয়নি তা নয়।
সমস্যা মূলত বুদ্ধিজীবিদের দ্বন্ধের কারলে কলকাতাপন্হী বুদ্ধিজীবিরা রবীন্দ্রনাথকে দেবতার আসনে নিয়ে গেছে এবং তাঁর আদর্শকে (লেখাকে) এ দেশের সংস্কৃতির মানদন্ড হিসাবে বয়ান তৈরি করার চেষ্টা করে থাকে এ দেশের যে আরো ভিন্ন মতের মানুষ আছে বা তাদের কিছু বলার থাকে তা কখনো এই বুদ্ধিজীবিগুলো শুনতে চায়নি ফলাফল এখন এই হয়বরল। উল্লেখ্য পশ্চিমবঙ্গ দীর্ঘদিন বাম শাসিত ছিল আর আমাদের এই দেশে তখন বু্দ্ধিজীবি বলতে বামরা ছিল আর এই কারণেই রবীন্দ্রকেন্দ্রিক তাদের সংস্কৃতি চর্চার একটি মসনদ তৈরি হয়।