নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তাই হোক পরম মানবধর্ম

রাতের সব তারাই আছে... দিনের আলোর গভীরে!

মারজানা সাফাত

জ্ঞান এবং সত্যের আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি জীবন

মারজানা সাফাত › বিস্তারিত পোস্টঃ

অবশেষে একাউন্ট উদ্ধার! যাক, Better late than never.

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

জীবনে একটাই ব্লগ লিখলাম, তারপর একাউন্টই গেল বেহাত হয়ে। সামু authority র কাছে ধরনা দিয়েও সুবিধা করতে পারলাম না, পরে আগ্রহও হারিয়ে ফেললাম। আজকে দীর্ঘ ৪ বছর ২ সপ্তাহ পর আমার শখের সামু একাউন্ট উদ্ধার হল। নিজেকে অভিনন্দন, আপনাদের সকলকেও আন্তরিক শুভেচ্ছা। আশা করছি নিজস্ব চিন্তার এবং অভিজ্ঞতার জগতকে শব্দ দিয়ে প্রকাশে আমার যে আজন্ম অনীহা, তা কাটাতে এই একাউন্টটি কিছুটা হলেও প্রেরণা হিসেবে কাজ করবে। শুভকামনা সবার জন্য।

আমার ফেসবুক একাউন্টের স্ট্যাটাস আপডেট হিসেবে আমি সবসময় কবিতা শেয়ার করি। ভালো লিখতে পারিনা বলে কেমন আছি, তা জানাতে কবির থেকেই কথা ধার করতে হয় আমার। Security issue র কারণে ফেসবুক বন্ধ থাকায় আজকের জন্য বরাদ্দ কবিতা এখানে পোস্ট করছি।

আমাকে সে নিয়েছিল ডেকে;
বলেছিলোঃ ‘এ নদীর জল
তোমার চোখের মতো ম্লান বেতফল;
সব ক্লান্তি বিহ্বলতা থেকে
স্নিগ্ধ রাখছে পটভূমি
এই নদী তুমি।‘

'এর নাম ধানসিঁড়ি বুঝি?'
মাছরাঙাদের বললাম;
গভীর মেয়েটি এসে দিয়েছিল নাম।
আজও আমি মেয়েটিকে খুঁজি;
জলের অপার সিঁড়ি বেয়ে
কোথায় যে চলে গেছে মেয়ে।

সময়ের অবিরল শাদা আর কালো
বুনোনির ফাঁক থেকে এসে
মাছ আর মন আর মাছরাঙাদের ভালোবেসে
ঢের আগে নারী এক - তবু চোখ-ঝলসানো আলো
ভালোবেসে ষোলো-আনা নাগরিক যদি
না হয়ে বরং হত ধানসিঁড়ি নদী।

সে - জীবনানন্দ দাস

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬

গেম চেঞ্জার বলেছেন: বাহঃ ভাল বলেছেন। জীবনান্দের কবিতাও বেশ ভাল্লাগসে।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭

মারজানা সাফাত বলেছেন: জীবনানন্দ তো, ভালো না লেগে উপায় আছে!

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২

এস কাজী বলেছেন: জীবনানন্দ এর ছায়া থাকলেও যেহেতু আপনি মেয়ে তাই বনলতা সেন বললাম। B-)

কবিতা সুন্দর হয়েছে। ভাগ্যিস ফেইসবুক অফ। নাহয় হয়তো এত সুন্দর কবতে খানা পেতাম না ;)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

মারজানা সাফাত বলেছেন: হা হা হা... ঠিক বুঝেছেন ভাইয়া! এটা আমার স্বরচিত জীবনানন্দ দাশের কবিতা ;)

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: বাহ খুব সুন্দর তো, এফবি সমস্যার কারণে আজ আপনার থেকে জীবনান্দ দাসের একটা চমত্‍কার কবিতা পড়ার সৌভাগ্য হলো ।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

মারজানা সাফাত বলেছেন: আপনাদের ভালো লেগেছে জেনে আমার অনেক অনেক বেশী ভালো লাগছে! ধন্যবাদ! :)

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

sunny09 বলেছেন: আশাকরি কালকের বরাদ্ধকৃত পোস্ট এখানেই শেয়ার করতে হবে ;) #আধুনিক_মহাপুরুষ

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২

মারজানা সাফাত বলেছেন: আমি রাজি । :)

৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: বাহ, ফেসবুক বন্ধের বদৌলতে আমরা দারুণ একটি জীবনানন্দীয় কবিতা পেলাম।খুব সুন্দর।চলতে থাকুক ব্লগিং তাহলে

৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

sunny09 বলেছেন: বলুন " কবুল" ;)
অবশ্যই সামু এবং কবিতাকে :)

৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

মারজানা সাফাত বলেছেন: আহ! এমন উত্সাহ পেলে আর কী লাগে!

৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনানন্দের এই কবিতাটি পূর্বে একবার পড়িয়াছিলাম, পুনশ্চঃ পড়িলাম । চিত্ত মুগ্ধ হইলো ।

৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

শায়মা বলেছেন: ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩ ০
লেখক বলেছেন: হা হা হা... ঠিক বুঝেছেন ভাইয়া! এটা আমার স্বরচিত জীবনানন্দ দাশের কবিতা ;)


এই কমেন্ট পড়ে অনেক হাসলাম আপুনি। :P

১০| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

ইলুসন বলেছেন: অভিনন্দন আইডি ফেরত পাবার জন্য।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর হয়েছে। আপনি আইডির প্রোফাইলে মেয়ের ছবি কেন। ফেসবুক বন্ধ তাই আমি ২ বছর পর সামুতে এসে নতুন একাউন্ট খুলে সময় পার করছি। ফেসবুকে আপনার আইডির নাম কি।আমার Sadequl rubel

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.