নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মশিউর রহমান মিঠু

মরমি

মশিউর রহমান মিঠু।জীবনচিত্র নিয়ে চিন্তাভাবনা করি,গান লেখি, একদিন গান/সুর শুনতে না পারলে অস্থিরবোধ করি। কবিতা লিখি। কয়েকটা কবিতা একটা বই এর মধ্যে রাখছি Link : http://www.somewhereinblog.net/blog/mashiurmithublog/29706192/invite বইটা ভাষাচিত্র প্রকাশনীতে আছে। ফিচার টাইপ লেখাও লিখি Link : http://www.4shared.com/office/QPnWG0St/Notun_Mudrai_Tumi.html আরো কিছু http://www.4shared.com/office/Rk8YQb0S/bijoy_1993.html http://mindkites.blogspot.com/,http://mashiurmithu.wordpress.com http://www.facebook.com/mithulalon, http://twitter.com/mithulalon https://plus.google.com/u/0/+MashiurRahmanMithu/posts http://mashiurmithu.wordpress.com http://mindkites.blogspot.com/ জগতের সকল বিষয়ে পড়ায় আগ্রহ। গল্প উপন্যাস পড়ি, মনচাইলে গল্প লিখে রাখি। সক্রেটিস-লালন শাহ,-আরজ আলী মাতুব্বর আমাকে প্রশ্ন করতে উৎসাহিত করেন। সাদাকে সাদা,কালোকে কালো বলতে ভালো লাগে।।

মরমি › বিস্তারিত পোস্টঃ

যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে আওয়ামীলীগে নারী ক্ষমতায়ন পুতুল খেলা

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

আওয়ামীলীগে নারী ক্ষমতায়নের নামে উপদলীয় প্রভাব বিস্তারের খেলায় মেতেছে। গোটা জাতী যখন সাভার ট্রাজেডিতে শোকবিহ্বল সেমূহুর্তে শিরিন শারমীন চৌধুরী নামক একজন অরাজনৈতিক ব্যক্তিকে স্পীকারের পদের জন্য মনোনীত করে দু:খজনক ঘটনার জন্ম দিয়েছে। শিরিন শারমীন সংরক্ষিত মহিলা কোটার একজন এমপি, এবং রাজনৈতিক ব্যক্তি নন। সংসদ পরিচালনায় তার কোন অভিজ্ঞতা নেই। অপরদিকে জাতীয় সংসদের বর্তমান ভারপ্রাপ্ত স্পীকার কর্নেল (অব:) শওকত আলী একজন জাতীয় বীর,সৎ, নিষ্ঠাবান ও জনপ্রিয় রাজনৈতিক,তিনি চারবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি একজন আইনজ্ঞ এবং সুলেখক। ডেপুটি স্পীকার হলেও তিনি বেশিরভাগ সময় জাতীয় সংসদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছেন। স্বাভাবিকভাবেই স্পীকারের পদটি তাঁর প্রাপ্য। অথচ প্রধানমন্ত্রী কিভাবে একজন অনভিজ্ঞ ও অরাজনৈতিক ব্যক্তিকে স্পীকার পদের জন্য মনোনীত করে পিতৃসম একজন প্রবীন রাজনৈতিক এর জন্য বেদনাদায়ক পরিস্থিতি সৃষ্টি করতে পারলেন। আওয়ামীগের সাধারন সম্পাদক এটিকে নারীর ক্ষমতায়নের দিক হিসেবে উল্লেখ করেছেন। যদি তাই হয় তাহলে সরাসরি ভোটে নির্বাচিত কোন গ্রহনযোগ্য নারী সাংসদকে মনোনীত করলেন না কেন? তাজরীন গার্মেন্টে ঝলসে যাওয়া নারীদের হত্যাকারীর উপয্ক্তু বিচার করলেন না কেন? আসলে এটি একটি উপদলীয় প্রভাববিস্তারের খেলা। যে খেলায় সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিকরা বঞ্চিত হন এবং রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

ঢাকাবাসী বলেছেন: আম্লীগে আবার মহিলা গনতন্ত্র বলে কিচু আছে নাকি?

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

পানকৌড়ি বলেছেন: মেয়েদের ভোট পাবার একটি ব্যর্থ কৌশল ।

৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

মরমি বলেছেন: মেয়েদের ভোট পাবার একটি ব্যর্থ কৌশল

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

মুহাই বলেছেন: হুম ।ঠিক ।

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

মরমি বলেছেন: ধন্যবাদ,ভালো থাকবেন।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

পিচ্চি পোলা বলেছেন: হেফাজতের ছাগুরা খুশি হয়নি :(( :((

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

মরমি বলেছেন: একজন যোগ্য রাজনৈতিককে বঞ্চিত করার কৌশল এই নারী সমতায়ন তত্ব।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২০

বাংলার হাসান বলেছেন: স্পীকার বলেন আর প্রেসিডেন্ট সবই পুতুল নাচের খেলা যেভাবে নাচায় সেভাবে নাচে।

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

মরমি বলেছেন: তাই তো হচ্ছে।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩১

শিপন মোল্লা বলেছেন: যত আকাম, তত নিকৃষ্ট তার পতন। শিরিন শারমীন চৌধুরী অরাজনৈতিক এই ব্যক্তিকে স্পীকার নিয়োগ দিয়ে আওয়ামীলীগের শত শত নির্বাচিত সিনিয়র এমপিকে যে অপমান অপদস্ত করলো হাসিনা। পরিস্কার দেখতে পাচ্ছি, নিজের মরনের বীণ বাজিয়ে চলছে হাসিনা।

দেখা যাক কি হয়।

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

মরমি বলেছেন: সহমত। ধন্যবাদ

৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৮

আমিগো বলেছেন: শিরিন শারমীন চৌধুরীর কোয়ালিফিকেশনটা আগে পড়েন-তারপর লিখেন। X( X(

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

মরমি বলেছেন: শিক্ষাগত যোগ্যতা সকল যোগ্যতার মাপকাঠি নয়। স্পীকারের পদটি দেশের সবচেয়ে সম্মানীয় পদগুলোর অন্যতম। এ ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার বিকল্প নেই।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: ভাইয়া কি বঙ্গবল্টু পরিষদ সাইডের লোক? আহারে, আপনেরা তো সামনের বার ডাইনোসরের ফসিল হইয়া যাইবেন, তখন মাটিতে গরুর গোবর আর আপনেগো ফসিল এক হইয়া যাইবো!

০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:১২

মরমি বলেছেন: নারে ভাই এসব পরিষদ করার বিশেষ তন্ত্র মন্ত্র আমার জানা নেই। যারা ক্ষমতা নিয়ে নাড়াচাড়া করেন তারা কতটা অমার্জিত আচরন করেন তাই লিখলাম।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৩

বিশ্বাস০০৭ বলেছেন: ক্যান!! আপনাগো কে চুল্কাইতাসে ! ছাগুরা এখনো লেদাইতাসে

১০| ৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৪

ম.র.নি বলেছেন: আমার মনে হয় এসব নিয়োগে আন্তর্জাতিক প্রভাব রয়েছে।আরেকটা কথা, সেটা হলো সংখালঘু সম্প্রদায়ের লোকতো দেখি মোটামোটি সব 'কি পয়েন্টে' নিয়োগকৃত রয়েছে।প্রেসিডেন্ট, স্পীকার ইত্যাদি পদে নিয়োগ হচ্ছে না এটাই ভাবার বিষয়।

১১| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২

জাহাজ ব্যাপারী বলেছেন: কোয়ালিফিকেশন ≠ অভিজ্ঞতা।
অবশ্য নেকনজর পেলে এ দেশে সবই সম্ভব।

১২| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:১৫

মরমি বলেছেন: আল্লা জানে এর পর নেক নজরের কারনে কোন ঘটনা ঘটে!

১৩| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৩৮

সোহাগ সকাল বলেছেন: বাংলাদেশের স্পীকার যেই হোক না কেন, পুতুল হয়ে বসে থাকা ছাড়া তাদের আর কাজ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.