নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মশিউর রহমান মিঠু

মরমি

মশিউর রহমান মিঠু।জীবনচিত্র নিয়ে চিন্তাভাবনা করি,গান লেখি, একদিন গান/সুর শুনতে না পারলে অস্থিরবোধ করি। কবিতা লিখি। কয়েকটা কবিতা একটা বই এর মধ্যে রাখছি Link : http://www.somewhereinblog.net/blog/mashiurmithublog/29706192/invite বইটা ভাষাচিত্র প্রকাশনীতে আছে। ফিচার টাইপ লেখাও লিখি Link : http://www.4shared.com/office/QPnWG0St/Notun_Mudrai_Tumi.html আরো কিছু http://www.4shared.com/office/Rk8YQb0S/bijoy_1993.html http://mindkites.blogspot.com/,http://mashiurmithu.wordpress.com http://www.facebook.com/mithulalon, http://twitter.com/mithulalon https://plus.google.com/u/0/+MashiurRahmanMithu/posts http://mashiurmithu.wordpress.com http://mindkites.blogspot.com/ জগতের সকল বিষয়ে পড়ায় আগ্রহ। গল্প উপন্যাস পড়ি, মনচাইলে গল্প লিখে রাখি। সক্রেটিস-লালন শাহ,-আরজ আলী মাতুব্বর আমাকে প্রশ্ন করতে উৎসাহিত করেন। সাদাকে সাদা,কালোকে কালো বলতে ভালো লাগে।।

মরমি › বিস্তারিত পোস্টঃ

সজল খালেদের মরদেহ দেশে এনে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হোক

২৪ শে মে, ২০১৩ সকাল ১০:৫৭

বীর মনে বীরের মত, বীর মরে একা

বুক তার বাংলাদেশের হৃদয়,পতাকায় ছিল আঁকা।



অদম্য পর্বতারোহী এভারেস্ট বিজয়ী,সুস্থধারার চলচ্ছিত্রকার,লেখক ও সাংস্কৃতিজন সজল খালেদ বাংলাদেশের পতাকা বুকে নিয়ে দেশের জন্য গোরব বয়ে আনতে এভারেস্ট বিজয় করেছিলেন। কিন্তু ফেরার আগেই হীমশীতল মৃত্যূ তাঁকে চিরঘুমের দেশে নিয়ে গেল। আমরা মনেকরি তাঁর এ আত্মত্যাগ সম্পূর্ণভাবে আমাদের বাংলাদেশের জন্য আরেকটি বড় অর্জন। সজল খালেদের মরদেহ উদ্ধারে সরকার উদ্যোগী হয়েছে। আমরা চাই সজল খালেদের মরদেহ দেশে এনে সম্পূর্ণ রাষ্টীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হোক।

দেশের সাধারণ মানুষ ও ব্লগারদের এটি নুন্যতম চাওয়া।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ সকাল ১১:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: স হ ম ত

২৪ শে মে, ২০১৩ রাত ৮:১৫

মরমি বলেছেন: ধন্যবাদ।

২| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৬

রাজীব দে সরকার বলেছেন: তাঁকে রাষ্ট্রীয় ভাবেই সমাহিত করার ব্যবস্থা করা হচ্ছে
স্বয়ং প্রধানামন্ত্রীর নির্দেশে!

২৪ শে মে, ২০১৩ রাত ৮:১৪

মরমি বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১:০৪

শ্রীঘর বলেছেন: ঘন ঘন এত এভারেষ্ট বিজয়ে আসলে দেশের কি উপকার হয় বুঝি না। হতদরিদ্র এই দেশের কাকে বেশী দরকার? সর্বো্চ্চ পর্বতারোহী? নাকি এদেশের অর্থনৈতিক ভাগ্যোন্বয়নে খানিকটা অবদান রাখতে পারেন তার? ৪০ লাখ টাকা খরচ করে মৃতদেহ আনতে আনতে তো আমরা ফতুর হয়ে যাব!

২৪ শে মে, ২০১৩ রাত ৮:১৩

মরমি বলেছেন: শ্রীঘর, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি নিজেও আপনার মত ভাবি। কিন্তু আমাদের দেশে লুটেরাদল আত্মসাৎ করছ নিচ্ছে হাজার হাজার কোটি টাকা। তারা দেশের জন্য কি অবদান রাখছে। অন্যদিকে নতুন প্রকন্ম দেশের জন্য কিছু করতে চাচ্ছে স্বত:সম্ফূর্তভাবে। তাদের আমরা অভিবাদন জানানো দরকার। এঁরাই হয়তো দরিদ্রহীন বঞ্চনাহীণ নতুন একটি দেশ আমাদের উপহার দিতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.