![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনৈতিক পরিস্থিতির কারনে এখন আমাদের জীবনযাত্রা দুই ভাগে বিভক্ত। আমি পাঁচ দিন অফিস করি, ছেলে সকালে ঘুমায়। এর শুক্র-শনি ছেলে স্কুল করে, আমি সকালে ঘুমাই। ঘটনাটা গতকাল সকালের।
স্কুলে ছেলেকে লিখতে দেয়ার পর, সে স্বরবর্ণ সবই লিখতে পেরেছে, শুধু “ঋ” ছাড়া, যদিও আমি নিজে তাকে শিখিয়েছি। স্কুলে তার শিক্ষিকা না লিখতে পারার কারন জিজ্ঞেস করার পর সে সাফ জানিয়ে দিল “আমার বাবাও ঋ লিখতে পারেনা, আমাকে শিখায়নাই তাই আমিও পারিনা”।
“ঋ” চক্করে ভাবতে বসলাম আসলে এই ঋ এর দরকার কতখানি। আজকাল কোন ঋষি নাই, ঋতু এখন তো “season”। ভাবতে ভাবতে নিজেই একটু লজ্জা পেলাম, “ঋতুরাজ” বসন্তের আগমনী দিনে আমি কি না “ঋ” এর প্রয়োজন ভাবতে বসলাম?!
থাক তবে। “ঋ” এর জন্য ভালবাসা।
ফাল্গুনের দ্বিতীয় দিনে সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা!
#HappyValentinesDay
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭
এনটনি বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯
চার্লি বলেছেন: প্রত্যাহিক প্রতীয়মান প্রধান্য লেখাকে মোমবাতি উপহার।