নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা বলি।

মাশরিক রুসাফী

লিখতে ভালবাসি

মাশরিক রুসাফী › বিস্তারিত পোস্টঃ

সময়ের পথচলা

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

নিস্তব্ধ আকাশে মেঘের ছুটে চলা
জীবনের সবকিছু করছি অবহেলা,
চারিদিক শুধু অন্ধকার নেই আলো আর
ভালোবাসার প্রদীপ জ্বলছেনা কোথাও আর।

সবকিছুর মাঝে আজ কেন এতো শূন্যতা?
কোথাও নেই আজ কোন সরলতা,
নদীর স্নিগ্ধতার মাঝেও নেই কোন সুর
নিঃসাড় লাগে কোকিল কন্ঠ যদিও সুমধুর।

পথহারা পাখির মত হয়ে দিশেহারা
জীবনের মাহাত্ব আজও কেন অধরা,
কেওবা বলে সুখ আর দুঃখে জীবনের মেলা
আর কেওবা বলে জীবন মানে অবহেলা আর অবহেলা।

সঠিক যে কী? কেও জানেনা
সত্যের পথে আর কেও ভাবেনা,
তবুও জীবনের চাকা ঘুরছে
কোন বাঁধা নাহি আজ মানছে।।



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। কিছু টাইপো আছে।

নীসার লাগে কোকিল < এখানে কি হবে !!

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

মাশরিক রুসাফী বলেছেন: ধন্যবাদ সুমন কর। সহযোগিতা পেলে উপকৃত হবো।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আর কেওবা বলে জীবন মানে অবহেলা আর অবহেলা
এখানটায় একটু বেশিই বেঁধে গেল।

সবকিছুর মাঝে আজ কেন এতো শূন্যতা?
কোথাও নেই আজ কোন সরলতা,

সহজিয়া দুটি লাইনের অর্থের ব্যাপকতা ভালো লাগল।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: বেশ ভাল লেগেছে, শুভেচ্ছা জানবেন।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৭

মাশরিক রুসাফী বলেছেন: ধন্যবাদ রাজপুত। সহযোগিতা কামনা করছি।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৯

মাশরিক রুসাফী বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ফয়েজ উল্লাহ রবি।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

রুদ্র জাহেদ বলেছেন:
সঠিক যে কী? কেও জানেনা
সত্যের পথে আর কেও ভাবেনা,
তবুও জীবনের চাকা ঘুরছে
কোন বাঁধা নাহি আজ মানছে।।

প্রাঞ্জল ভাষায় দারুণ কবিতা। খুব ভালো লাগল

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

মাশরিক রুসাফী বলেছেন: ধন্যবাদ প্রিয় জাহেদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.