নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

আরেকবার সুযোগ নিয়ে খালেদা জিয়া দেশের চেহারা পাল্টে যা করবেন।

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪

খালেদা জিয়াকে আরেকবার সুযোগ দিলে তিনি বাংলাদেশের চেহারা পাল্টানোর ব্যাপারে যা যা করবেন-

১. তিনি দেশের চেহারা পাল্টানোর শুরুতে বিদেশী বিউটিশিয়ান নিয়ে এসে প্রথমে নিজের চেহারা পাল্টাবেন।

২. দুইবার সুযোগে তিনি দশ বছর ক্ষমতায় ছিলেন, সেটাকে বাড়িয়ে ১৫ করবেন। এতে বাংলাদেশের জাতীয় চেহারায় নানাভাবে পরিবর্তন হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর তালিকায় তার নাম তিনবার (ভিন্নমতে চারবার) সংযোজিত হবে।

৩. বাংলাদেশে প্রচুর পরিবর্তিত উদ্বোধনী ফলকে তার নাম খোদাই করে লিপিবদ্ধ করাতে পারবেন - যা বাংলাদেশের চেহারা পরিবর্তনে বৈপ্লবিক ভূমিকা রাখবে।

৪. দুই পুত্র ও বেশ কিছু নাতি-নাত্নি নিয়ে সুখী একান্নবর্তী পরিবারের ছবি পোস্টার আকারে দেয়ালে প্রদর্শন করার ব্যবস্থা করতে পারবেন - ফলে এদেশ ফিরে পাবে পারিবারিক ঐতিহ্য এবং দেশের চেহারা রাতারাতি পাল্টে যাবে।

৫. নিজে ও তার দুই পুত্র একত্রে দেশের এতিম, গরীব, দুঃখী মানুষের টাকা আত্মসাৎ করার সুযোগ পাবেন।

৬. হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ পাবেন।

৭. দেশে জঙ্গিবাদের উত্থান হবে এবং বিদেশী অস্ত্রের ঝনঝনানিতে চির সবুজ এদেশের মাটি লাল হবে।

৮. দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে।

৯. বিগত সরকার আমলের ন্যায় তার দলীয় ক্যাডার বাহিনী দেশব্যাপী খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজী, করার সুযোগ পাবে।

১০. পুনরায় হাওয়া ভবনের উত্থান হবে।

১১. জামায়াত এবং শিবিরের সঙ্গে যোগ সাজোশ করে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে পারবেন।

১২. সংখ্যা লঘুদের সম্পত্তি আত্মসাৎ করতে পারবেন।

১৩. কৃষি খাতে ভর্তুকি, দুর্যোগ মোকাবিলা, ভিজিএফ কার্ড, কাবিখা, বন্যা পুনর্বাসন কর্মসূচী ইত্যাদি প্রকল্প থেকে টাকা লোপাট করতে পারবেন।

১৪. সিএনজি অটো রিক্সার রুট পারমিশন বাবদ বখরা আদায় করতে পারবেন।

১৫. টেলি যোগাযোগ, টেলিভিশন সম্প্রচার খাতে দুর্নীতি করতে পারবেন।

১৬. নৌ পরিবহন খাতে দুর্নীতি করতে পারবেন।

১৭. সরকারি জমি লিজ ও বন্দোবস্ত দেওয়ার নামে অবৈধ অর্থ উপার্জন করতে পারবেন।

১৮. কৃষি ঋণ ও শিল্প ঋণের নামে অবৈধভাবে ঋণ নিয়ে টাকা লুটপাট করতে পারবেন।

১৯. তারেক এবং কোকোর কমিশন ১০% থেকে বেড়ে ২০% হবে।

২০. দুর্নীতি শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে পৌঁছানোর সুব্যবস্থা করবেন।

২১. বিদ্যুতের পরিবর্তে বিদ্যুতের খাম্বার বিস্তৃতি হবে, দেশ শুধু খাম্বাতেই সয়লাব হয়ে যাবে।

২২. দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা দুর্ভিক্ষে পতিত হবে।

২৩. রাস্তা ঘাট জরাজীর্ণ অবস্থায় পতিত হবে।

উপরোক্ত পয়েন্টগুলো থেকে প্রতীয়মান হয় যে, তিনি কোন মডেলে দেশ পরিচালনা করবেন। তাই দেশবাসীর কাছে আকুল আবেদন, খালেদা জিয়ার মিথ্যা প্রলোভনে কান না দিয়ে বরং পুর্বের কৃতকর্মের দায়ে তার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ/আন্দোলন গড়ে তুলুন। যাতে করে তিনি এদেশকে নিয়ে আর কোন নতুন ষড়যন্ত্র করতে না পারেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.