নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

মিররকে সাক্ষাৎকার দেননি রেশমার সহকর্মী- এনামুল হক মিলন।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩০

রানা প্লাজায় একই ফ্লোরে রেশমার সঙ্গে কাজ করতেন পোশাক কর্মী এনামুল হক মিলন। গত ০৩ জুলাই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এনামুল বলেন, 'আমার সঙ্গে কোনো বিদেশি সাংবাদিকের দেখা হয়নি এবং কোনো সাংবাদিককে আমি সাক্ষাৎকার দেইনি। কিংবা কেউ আমাকে অনুদানও দেয়নি।' কোনো বিদেশি সাংবাদিক আপনার সঙ্গে কথা বলেছিল কি- সাংবাদিকদের এমন জবাবে তিনি বলেন, 'রানা প্লাজা ধসের তিন দিন পর স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাই। তারপর একদিন গাইবান্ধার স্থানীয় সাংবাদিক শাহীন ফোন দিয়ে বলেন, একজন বিদেশি সাংবাদিক আমার সঙ্গে দেখা করে আমাকে অনুদান দেবে। তুমি তোমার বাড়ির ঠিকানা দাও। তার পরের দিন সকালে আমি ফেরিতে কাজের জন্য চলে যাই। তখন তিনি একবার আমাকে ফোন করে আমার বাড়িতে যেতে বলেন। আমি রওনা দিই। বাড়ির পথে কিছুদূর আসার পর আমার স্ত্রী এবং মায়ের সঙ্গে দেখা হয়। মায়ের কথা শুনে বাড়িতে যাইনি।' কেন গেলেন না জানতে চাইলে তিনি বলেন, 'আমার মা বাড়িতে এত মানুষ, বিদেশি দেখে ভয় পেয়েছিলেন। ভেবেছিলেন হয়তো আমাকে ধরে নিয়ে যাবে।' তাহলে কারও সঙ্গে আপনার দেখা হয়নি জানতে চাইলে তিনি বলেন, 'দেখাও হয়নি, সাক্ষাৎকারও দেইনি এবং অনুদানও নেইনি। 'রেশমার বাড়িওয়ালা মনসুর আহমেদ নুরু বলেন, 'রেশমা দুই বছর ধরে আমার বাড়িতে থাকে। যখন এসেছিল তখন তার স্বামী সঙ্গে ছিল। বেশ কিছুদিন যাওয়ার পর দেখলাম, তার স্বামী তাকে শারীরিক নির্যাতন করে। রেশমাকে মেয়ের মতো দেখতাম বলেই এসবের প্রতিবাদ করেছি। বলেছি, মারামারি করলে আমার বাড়িতে থাকতে পারবা না। আমার স্ত্রী তাকে এত ভালোবাসতো যে, বলেছিল, তুমি অফিসে গিয়ে ফোন করবে প্রতিদিন। সে কথা মতোই সেদিন গার্মেন্টে ঢুকে ফোন দিয়ে বলে, অফিসে ঢুকেছি, দুপুরে খাইতে আসব, আর যাব না। তার পাঁচ মিনিট পরই খবর পেলাম রানা প্লাজা ধসে গেছে। 'বাড়িওয়ালার স্ত্রী হাজেরা বেগম বলেন, 'প্রতিদিন তাকে খুঁজতে যেতাম। আমাদের নামে এখন এতদিন পর কে এত বড় মিথ্যা কথা বলল, তাকে একবার দেখতে চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.