![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
গাজীপুর নির্বাচনের মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে যে, ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে। আওয়ামী লীগের দ্বিতীয় দুর্গ হিসাবে পরিচিতি পাওয়া গাজীপুরে ক্ষমতাসীন দল সমর্থিত মেয়র প্রার্থী পরাজয় বরণ করেছেন এবং ফলাফল মেনে নিয়েছেন। জয়, পরাজয় হতেই পারে। তবে সবচেয়ে বড় কথা হল এই জয় পরাজয় মেনে নেওয়ার মনোভাব/সংস্কৃতি তৈরি করা। আর সেই সংস্কৃতি/মনোভাব বর্তমান সরকার ও তার নেতা কর্মীদের মধ্যে বিদ্যমান। তার প্রমান গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলকে একাগ্রচিত্তে মেনে নিয়ে এলাকার তথা দেশের শান্তি বজায় রেখে চলা। এর চেয়ে বড় পাওয়া জনগণের কাছে আর কি হতে পারে একটি রাষ্ট্র প্রধানদের কাছ থেকে? জনগণের কাছে দুর্ভেদ্য দুর্গ বলে কিছু নেই। জনগণ যে কোন দুর্গই ভেঙে দিতে পারে যদি তারা আস্থা হারায়। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ কি কারণে মহাজোট সমর্থিত প্রার্থীকে ভোট দেয়নি তা অনুসন্ধান করবে আওয়ামী লীগ। পরাজয় থেকে শিক্ষা নিয়ে যে ভুল ছিল তা সংশোধন করে আগামী দশম জাতীয় নির্বাচনের আগে জনগণের আস্থা অর্জন করার জন্য যা করা প্রয়োজন তার সবই করবে দলটি বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
©somewhere in net ltd.