![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ২০১৪ সালের জানুয়ারির মধ্যেই দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জনসমাবেশে ঘোষণা দিয়েছেন। বর্তমান স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সে নির্বাচন হবে সুন্দর ও শান্তিপূর্ণভাবে, যেখানে দেশের প্রতিটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যারা '৭১-এ ধর্ষণ করেছে, গণহত্যা, লুটতরাজ চালিয়েছে সে সকল যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে রাহুমুক্ত করার দ্বারপ্রান্তে বর্তমান সরকার। যুদ্ধাপরাধীদের বিচারের রায় ইতিমধ্যে শুরু হয়েছে, পর্যায়ক্রমে প্রতিটি যুদ্ধাপরাধীর বিচার হবে বলে দেশবাসী এ সরকারের প্রতি আশাবাদী। গত সাড়ে চার বছরে আওয়ামী লীগ দেশের অনেক উন্নয়ন করেছে। এখন আর মালয়েশিয়ায় যেতে কোনো দালালের খপ্পরে পড়তে হচ্ছে না। ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে মানুষ নামমাত্র খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছে। প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে। যেখান থেকে ঋণ নিয়ে বিদেশে যেতে এবং দেশে ঘরবাড়ি নির্মাণ করতে পারবে একজন প্রবাসী। জিএসপি সুবিধার আওতায় তৈরি পোশাক খাতকে অন্তর্ভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি সুপারিশ জানিয়েছে সরকার। এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলবে বলে সরকারের উচ্চমহল আশাবাদী। আর এই সুপারিশ কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি করতে হলে যে ১৬% বেশী শুল্ক দিতে হয়, সেটা আর দিতে হবে না। ফলে বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাবে।
©somewhere in net ltd.