![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
রমজানে রাজধানীতে আইনশৃঙ্খলার পরিস্থিতি আশাব্যঞ্জক। ছিনতাই, চুরি নেই বললেই চলে। নগরবাসী গভীর রাতে কেনাকাটা করে নিশ্চিন্তে ঘরে ফিরছে।
রাজধানীতে এখন প্রায় ২ কোটি মানুষের বাস। জনসংখ্যার বিচারে সংঘটিত অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি মাসের রবিবার পর্যন্ত রাজধানীতে হত্যাকাণ্ড ঘটেছে মোট ১৫টি ছিনতাই ১৭টি। ডাকাতি, চাঁদাবাজির মামলা নেই একটিও। থানা-পুলিশের এ রেকর্ডের বাইরে হয়তো থেকে যেতে পারে আরও ছিটেফোঁটা ঘটনা। এ ছাড়া জামায়াত-শিবিরের পর পর ৫ দিনের হরতালে নগরবাসীর ওপর যে ভোগান্তি দেখা দেয় তা বাদ দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন চিত্রকে ভালই বলা যেতে পারে। বিশাল জনগোষ্ঠীর এ নগরের বর্তমান অবস্থা পৃথিবীর যে কোন রাষ্ট্রের আইন-শৃঙ্খলার চিত্রের চেয়ে ভাল। ভালোর কোন শেষ নেই। রমজানে নগরবাসী এখন পর্যন্ত কোন সঙ্কটে পড়েনি। অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে নগরবাসীর জীবন অনেকটাই নিরাপদ। এ নিরাপত্তা নিশ্চিত করার জন্য র্যা বসহ সরকারের প্রতিটি সংস্থা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু নগরবাসী নয়, গোটা দেশবাসীর জীবনে স্বস্তি বিরাজ করছে। মানুষ তা স্বীকার করুক আর না করুক। অপরাধের খতিয়ান বা পরিসংখ্যান বিশ্লেষণ করলে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি ঘটেছে। রমজানে মানুষ এখন গভীর রাতে বাইরে যেতে পারছে নির্বিঘ্নে। কেনাকাটা করে ঘরে ফিরতে পারছে। যদি গত মাসের সঙ্গে তুলনা করা হয় তাহলেও অপরাধপ্রবণতা নিম্নমুখী বলা যাবে। মিডিয়ায় তো এসব ভাল খবর ঠাঁই পাচ্ছে না। মানুষকে জানাতে হবে বর্তমান সরকার অপরাধীদের কিছুতেই ছাড় দেবে না।
©somewhere in net ltd.