![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
হরতালের কারনে রাজস্ব আদায়ে বিরূপ প্রভাব পড়েছে। একদিনের হরতালে গড়ে ৩৮ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। হরতালবিহীন ১০ দিনে রাজস্ব আদায় স্বাভাবিকভাবে যা হয়, একই সময়ে হরতালের কারণে কত কম আদায় হয়েছে, তারও হিসাব করা হয়েছে। দুই হিসাবের তারতম্যে দেখা গেছে, হরতাল থাকায় গড়ে প্রতিদিন ৩৮ কোটি টাকার রাজস্ব কম আদায় হয়েছে। বিদায়ী ২০১২-১৩ অর্থবছরে ৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আহরণে ঘাটতি হয়েছে।দেশে স্বাভাবিক পরিবেশ বজায় থাকলে গত অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন করা যেত। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত সারাদেশে ৫০ দিনের বেশি হরতাল হয়েছে। হরতালে সবচেয়ে বেশি রাজস্ব ক্ষতি হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসে। এর পর রয়েছে বেনাপোল। কাস্টমস হাউসের পাশাপাশি বিভিন্ন ভ্যাট কমিশনারেটেও কম রাজস্ব আদায় হয়েছে। বিদায়ী অর্থবছরে, ১ লাখ ১২ হাজার ২৫২ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের জন্য ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার লক্ষ্য স্থির করা হয়েছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা ইতিমধ্যে নতুন অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রাকে কঠিন চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন। নতুন লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জ হলেও একেবারেই অসম্ভব নয়। একদিনের হরতালে প্রায় ২ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। আর রাজস্ব আহরণ কমে গেলে সরকারের ব্যয়ের পরিকল্পনাও ব্যাহত হবে। হরতালের কারনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অর্থনীতি, যার নেতিবাচক প্রভাবে কমে যাবে রাজস্ব আহরণ। তখন সামষ্টিক অর্থনীতি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। সুতরাং ‘‘হরতাল প্রতিরোধ করব-দেশ বাচাব”-এই হোক আমাদের সকলের ব্রত ।
©somewhere in net ltd.