নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

এবার আশকোনা হজ্ব ক্যাম্প হজ্ব যাত্রীদের জন্য অন্য আঙ্গিকে প্রস্তুত করেছেন সরকার। বর্তমান সরকারের আরও একটি সাফল্যের সুবিধা পেতে যাচ্ছে দেশবাসী।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

হজ্ব যাত্রীদের বরণ করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সন্নিকটে আশকোনা হজ্ব ক্যাম্প প্রস্তুত। আজ সকালে ক্যাম্পটি খুলে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার সকাল ১০টায় হজ্ব ক্যাম্প উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। আর আগামী শনিবার থেকে শুরু হচ্ছে এবারকার হজ্ব ফ্লাইট। প্রথমদিন তিনটি ফ্লাইটে দেড় হাজারের বেশি হজ্বযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। আর অন্যান্য বছরের তুলনায় বর্তমান সরকারের নজরদারিতে এবার হজ্ব ক্যাম্পের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। হজ্ব যাত্রীদের ক্যাম্পে রিপোর্ট করার পর কোন কাজে যাতে বাইরে যেতে না হয় সে জন্য ক্যাম্পের অভ্যন্তরে সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে। হজ্ব ক্যাম্পে চুরি ও বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক টিম। হজ্ব যাত্রীরা তাদের প্রয়োজনীয় কেনাকাটা ক্যাম্পের অভ্যন্তরেই করতে পারবেন। বিশেষ করে এহরাম বাঁধার কাপড়, পাজামা-পাঞ্জাবি, টুপি, জায়নামাজ, আতর, হ্যান্ডব্যাগ, স্যুটকেস কেনার জন্য কাউকে বাইরে যেতে হবে না। মার্কেট থেকে যে দামে কিনতে হবে সে দামেই প্রতিটি জিনিস ক্যাম্পে পাওয়া যাবে। ক্যাম্পের মধ্যে খাবার দোকান ছাড়াও সেলুন রয়েছে। ক্যাম্পে হজ্ব যাত্রী ধারণক্ষমতা হচ্ছে আড়াই হাজার। পুরুষ ও নারীদের জন্য পৃথক থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। এবার হজ্ব যাত্রীদের জন্য দু'ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সরকারি ও বেসরকারি পর্যায়ে যারা হজ্বব্রত পালনে সৌদি আরবে যাবেন তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা 'ওয়ান স্টপ সার্ভিস'। আর সেটি হচ্ছে হজ্ব ক্যাম্পেই তারা সেরে নিতে পারবেন বিমান বন্দরের সমস্ত আনুষ্ঠানিকতা। ক্যাম্পে ইমিগ্রেশন ডেস্ক খোলা হবে। ক্যাম্প থেকে বাসে করে বিমানবন্দরে পৌঁছার পর সরাসরি হজ্ব যাত্রীরা উড়োজাহাজে চড়বেন। অপরদিকে সৌদি এয়ার লাইন্সের হজ্ব যাত্রীদের বিমান বন্দরে গিয়ে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উড়োজাহাজে চড়তে হবে। এবার হজ্ব ক্যাম্পে ২৯টি ব্যাংকের বুথ থাকবে। হজ্ব যাত্রীরা এসব বুথ থেকে টাকা জমা দিয়ে মার্কিন ডলার কিংবা সৌদি রিয়াল কিনতে পারবেন। এছাড়া তিনটি ক্যান্টিন ও চারটি ক্লিনিক ২৪ ঘন্টা খোলা থাকবে। ক্লিনিকে রাত-দিন যেকোন সময়ে ডাক্তার পাওয়া যাবে। হজ্জ মৌসুমে বর্তমান সরকারের এরুপ একটা পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবি রাখে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.