![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
রাজধানীর যানজট কমাতে মেট্রোরেল ও বিআরটিসি সহ দশটি মেগা প্রকল্পের বাস্তবায়ন দ্রুত করার উদ্যোগ নেয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রকল্পগুলোর বর্তমান অবস্থা ও সমস্যাগুলো খুঁজে বের করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। প্রকল্পগুলোয় গতি সঞ্চার বাস্তবায়ন হলে রাজধানীর যানজট নিরসনে সরকারের অঙ্গীকার বেশিরভাগই পূরণ হবে বলে মনে করা হচ্ছে। এ প্রেক্ষিতে জনগুরুত্ব এসব প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করার তাগিদ দিয়েছে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরই ঢাকার যানজট নিরসনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে হাতে নেয়া হয় দশটি বড় প্রকল্প। এগুলো হচ্ছে যাত্রাবাড়ী-কাঁচপুর সড়ক ৮ লেনে উন্নীতকরণ, গাবতলী-সোয়ারীঘাট সড়ক ৪ লেনে উন্নীতকরণ, শহীদ বুদ্ধিজীবী সেতুর (তৃতীয় বৃড়িগঙ্গা/বসিলা) অবশিষ্ট এ্যাপ্রোচ সড়ক নির্মাণসহ ৩টি পুরনো সেতু পুনর্নির্মাণ করা, শিরনিটেক হতে গাবতলী সেতু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প, ডেমরা-আমুলিয়া শেখের জায়গা রামপুরা সড়ক (ডেমরা সায়দাবাদ অংশ) নির্মাণ, নবীনগর-চন্দ্রা-ডিইপিজেড সড়ক ৪ লেনে উন্নীতকরণ, গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি গাজীপুর-এয়ারপোর্ট), ঢাকা মাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, টঙ্গী-আশুলিয়া ইপিজেড সড়ক ৪ লেনে উন্নীতকরণ এবং দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু এ্যাপ্রোচ হতে মাওয়া লিংক পর্যন্ত ৪ লেনে উন্নীতকরণ প্রজেক্ট। এসকল প্রজেক্ট বাস্তবায়িত হলে রাজধানীর যানজট অনেকাংশে কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।
©somewhere in net ltd.