নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

সরকারের “ডিজিটাল বাংলাদেশের” সফল বাস্তবায়নে পরীক্ষামূলক থ্রিজি সেবা চালু করলো গ্রামীণফোন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

সীমিত আকারে থ্রিজি সেবা চালু করেছে দেশের বৃহত্তম টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। বসুন্ধরা-বারিধারা, গুলশানসহ ঢাকার বেশ কয়েকটি এলাকায় প্রাথমিকভাবে এ সেবা পাওয়া যাবে। সর্বোচ্চ ১০ মেগাহার্টজের ব্যান্ডউইথ আর ৩ দশমিক ৯জি এইচএসপিএ প্রযুক্তিতে এই সেবা দেয়া হচ্ছে। গতকাল গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজ থেকে এই নেটওয়ার্ক সেবার উদ্বোধন করেন টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন। উদ্বোধনের পর সাহারা খাতুন গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার তানভির মোহাম্মদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন। এর আগে জিপি হাউজ থেকে গত ১৯শে সেপ্টেম্বর থ্রিজি প্রযুক্তির পরীক্ষামূলক কার্যক্রম চালায় গ্রামীণফোন। অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় ১০ দিন থ্রিজি নেটওয়ার্কে পরীক্ষণ শেষে রোববার থেকে প্রাথমিকভাবে সফট লঞ্চিং বা সীমিত পরিসরে কয়েকটি নির্বাচিত এলাকায় থ্রিজি সেবা চালু করছে প্রতিষ্ঠানটি। গ্রামীণ ফোন সংশ্লিষ্টরা জানিয়েছেন, অক্টোবর থেকে শুরু হবে মূল বাণিজ্যিক কার্যক্রম। ঢাকার পাশাপাশি বন্দর নগরী চট্টগ্রামেও চালু হবে এই সেবা। ডিসেম্বরের মধ্যে দেশের সবগুলো বিভাগীয় শহর এ সেবার আওতায় আসবে। এছাড়া আগামী বছরের মার্চের মধ্যে সারা দেশে থ্রিজি সেবা চালু করার লক্ষ্য রয়েছে গ্রামীণফোনের। থ্রিজি সেবা বর্তমান সরকারের একটা নির্বাচনী প্রতিশ্রুতি। আর এ প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বিভিন্ন মোবাইল কোম্পানিকে দায়িত্ব দিয়েছে। এ দায়িত্ব সফলতার সাথে পালিত হলে দেশের জনগণ উপকৃত হবে। বাংলাদেশ যে উন্নত বিশ্বের সাথে তাল রেখে এগিয়ে চলছে তা বর্তমান সরকারের এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশিত হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.