![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
দাতাদের ঋণ পরিশেধের পরিমাণ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) পর্যন্ত এর পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৮৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে আসল ১২ কোটি ৫৫ লাখ ১০ হাজার এবং সুদ ৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে ঋণ পরিশোধের মোট পরিমাণ ছিল ১৪ কোটি ৫৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে আসল ১০ কোটি ৫৮ লাখ ৮০ হাজার এবং সুদ ৩ কোটি ৯৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এ সময়ে দাতাদের পক্ষ থেকে উন্নয়নে প্রতিশ্রুতি এসেছে ৬ কোটি ৬১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ হচ্ছে ৬ কোটি এবং অনুদান ৩১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে মোট প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৫৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার মার্র্কিন ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ ছিল ৫৬ কোটি মার্কিন ডলার এবং অনুদান ১ কোটি ৯৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বৈদেশিক সহায়তার অর্থছাড় হয়েছে মোট ২৭ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ হচ্ছে ২১ কোটি ৫২ লাখ ৯০ হাজার এবং অনুদান হচ্ছে ৫ কোটি ৮২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আগের ২০১২-১৩ অর্থবছরে একই সময়ে অর্থ ছাড়ের পরিমাণ ছিল ৩২ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ ছিল ২৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার আর অনুদানের পরিমাণ ছিল ২ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার। এই পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশ শুধু ঋণ নিতে জানে না ঋণ পরিশোধও করতে জানে। আর এসব কিছুই সম্ভব হচ্ছে বর্তমান সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারকির মাধ্যমে।
©somewhere in net ltd.