![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
নির্বাচন বঞ্চিত এবং জনবিচ্ছিন্ন হয়ে খালেদা জিয়া এখন অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চরম হতাশায় ভুগছেন। তিনি মানসিকভাবে এতটাই ভেংগে পড়েছেন যে তার অবস্থা এখন অনেকটা কিংকর্তব্যবিমুড়। যথাসময়ে সুষ্ঠু সুন্দর নির্বাচন হলো, সবদলের অংশগ্রহণে নতুন সংসদ হলো, নতুন মন্ত্রীসভা হলো, নতুন সরকার গঠিত হলো, সমগ্র বিশ্ব নতুন সরকারকে অভিনন্দন জানালো কিন্তু খালেদা জিয়া কিছুই পেলেন না। এহেন অবস্থায় তার মানসিক ভারসাম্যহীন হওয়াটাই স্বাভাবিক। এজন্য তিনি বিভিন্ন জায়গায় পাগলের প্রলাপ করে বেড়াচ্ছেন। কিন্তু তার এসমস্ত প্রলাপে এখন আর কিছু হবার নয় সেটা তিনি বুঝতে চেষ্টা করছেন না। হয়তো আন্তসন্তুষ্টির জন্যই তিনি এমন করছেন। কিন্তু এসমস্ত পাগলের প্রলাপ যে তাকে হাসির উৎস করে তুলছে সেটা বুঝলে হয়তো তিনি এমন করতেন না। তিনি নিজেতো পাগল হয়েছেনই সাথে তার কুয়ার তলানীতে পড়ে যাওয়া দল বিএনপিকেও পাগল বানিয়ে ছাড়লেন। সেজন্য তার দলের বিভিন্ন নেতারাও এখন তারই মতো প্রলাপ করছেন।খালেদার ভুলের জন্যই বিএনপি নামক দলটি বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। তবে ব্যপারটা একবারে খারাপ হয়নি। দেশের জনগন সন্ত্রাস, দুর্নীতি আর দম্ভের রাজনীতি থেকে মুক্তি পেল। বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সাথে সাথে দেশ থেকে চিরবিদায় নিল দুর্নীতি আর সন্ত্রাস। এখন খালেদা যতই প্রলাপ করুন না কেন, কোন লাভ হবার নয়, ট্রেন ছুটে গেছে। তবে তার অবশিষ্ট আরেক দল জামাতের আঁচল ধরে তিনি কুয়ার তলানী থেকে উঠার চেষ্টা করে দেখতে পারেন। তবে তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা শতভাগ। বিএনপিকেতো জনগন নির্বাসনে পাঠিয়েছে। কিন্তু জামায়াতকেতো আর নির্বাসনে পাঠিয়ে ক্ষ্যান্ত থাকা যায়না। জামাতের আঁচল ধরে উঠতে চাইলে গদিতে নয় সরাসরি যেতে হবে শ্মশানে। মানসিকভাবে ভারসাম্যহীন হন আর যাই হোন, এই বিষয়টি মাথায় না রাখলে কিন্তু ধ্বংস অনিবার্য। আশা করি দেরীতে হলেও আপনার শুভ বুদ্ধির উদয় হবে, তবেই ভাল থাকবেন।
©somewhere in net ltd.