![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
লাখো কণ্ঠে সোনার বাংলাকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। বুধবার বিকেলে এই স্বীকৃতির কথা জানানো হয় গিনেসের ওয়েবসাইটে। সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত গাওয়ার নতুন রেকর্ড- এই শিরোনামে দেয়া ঘোষণায় বলা হয়েছে- ২ লাখ ৫৪ হাজার ৫৩৭ অংশগ্রহণকারী গত ২৬ মার্চ ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘আমার সোনার বাংলা’ জাতীয় সঙ্গীত একসঙ্গে গেয়ে এই রেকর্ড গড়েছে। ২৬ মার্চ বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভারতের পুরোনো রেকর্ড ভাঙ্গে বাংলাদেশ। পুরো প্যারেড গ্রাউন্ড ছাপিয়ে আশপাশের বিস্তীর্ণ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বেলা ১১টা ২০ মিনিটে ক্ষণগণনা শেষে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মূল মঞ্চে দেশবরেণ্য শিল্পীদের কণ্ঠে সুর ওঠে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি...। পরম আবেগে নিজেদের কণ্ঠে প্রাণের এ সঙ্গীতের সুর তোলেন পুরো গ্রাউন্ডজুড়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকা অংশগ্রহণকারীরা। একস্থানে আড়াই লাখ কণ্ঠে জাতীয় সঙ্গীতের সুর অন্যরকম আবহ তৈরি করে প্যারেড গ্রাউন্ডে। শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গার্মেন্টস শ্রমিক, পরিবহন সংশ্লিষ্টসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। সশস্ত্র বাহিনীর সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন নিয়ে টানা কয়েকদিন ধরে সম্পন্ন হয় সব প্রস্তুতি। প্যারেড গ্রাউন্ডে এসে জাতীয় সঙ্গীতের সুরে কণ্ঠ মেলান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যসহ সশস্ত্র বাহিনীর উর্ধতন কর্মকর্তারা। মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করাই ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনের মূল লক্ষ্য থাকলেও সে লক্ষ্য ছাপিয়ে নতুন মাত্রা পায় বিশ্ব রেকর্ডের খাতায় বাংলাদেশের নাম ওঠার মাধ্যমে।
©somewhere in net ltd.