![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
চলতি এপ্রিল মাসে ১১ দিনে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা মোট রেমিটেন্স পাঠিয়েছে ৫০ কোটি মার্কিন ডলার। এপ্রিলের প্রথম ১১ দিনে রেমিটেন্স এসেছে ৪৯ কোটি ৫৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে এপ্রিলের প্রথম সপ্তাহে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে ১৬ কোটি ৬ লাখ ডলার এবং দ্বিতীয় সপ্তাহে পাঠিয়েছেন ৩৩ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ২০১১-১২ অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ ছিল ১ হাজার ২৮৪ কোটি ডলার। ২০১২-১৩ অর্থবছরে এর পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৬ কোটি ডলারে। বর্তমানে ১৫৭টি দেশে ৮৫ লাখের মতো বাংলাদেশী কর্মরত রয়েছেন। সরকারের নিরলস প্রচেষ্টা এবং বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় থাকাতে রেমিটেন্সের এই বৃদ্ধি সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
©somewhere in net ltd.