![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে মানুষ অপরাধ প্রবনতা থেকে দূরে থাকবে। ফলে আমাদের সমাজ হবে সুন্দর। বর্তমান সরকারের আমলে খেলাধুলার ক্ষেত্রে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। দেশের প্রতিটি স্থানেই এখন নিয়মিত খেলাধুলা চলছে। একদিকে যেমন খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। তেমনি অন্যদিকে খেলতে গেলে ইনজুরিও অথবা খেলাধুলা ছেড়ে দিলে শারীরিক সমস্যার দেখা দেয়।
অনেক সময় দেখা যায় খেলোয়াড়রা খেলা ছেড়ে দিলে পা নষ্ট হয়ে যায় অথবা বিভিন্ন শারীরিক সমস্যার সমমুখী হতে হয়। তাই ক্রীড়া ক্ষেত্রে অসচ্ছল ব্যক্তিরা বা খেলোয়াড়রা যেন অবহেলায় না থাকে তার জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন তহবিল নামে একটি তহবিল গঠন করছে বর্তমান সরকার। এই তহবিল থেকে অসচ্ছল ক্রীড়াবিদদেরকে ভাতা দেওয়া হবে। যেসব ক্রীড়াবিদ জাতীয় পর্যায়ে খেলেছেন, সাবেক খেলোয়াড়, কোচ, রেফারি, মাঠকর্মী, ক্রীড়া সংগঠক এমন দুঃস্থ অসচ্ছল ব্যক্তিদেরকে ভাতা দেয়া হবে। আবেদন পত্রের মাধ্যমে দুঃস্থ অসচ্ছল খেলোয়াড়দের বাছাই করা হবে। এবার প্রায় সাত শতাধিক আবেদন জমা পড়েছিল। কল্যাণ ফাউন্ডেশন বাছাই করে ৪৫৮ জনকে মনোনীত করেছে। প্রত্যেক দুঃস্থ ক্রীড়াবিদকে এক বছরে এককালীন ১২ হাজার টাকা করে ভাতা দিবে সরকার। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে ও সুন্দর সমাজ উপহার দিতে সরকারের পাশাপাশি সবাইকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।
©somewhere in net ltd.