নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

গুম অপহরণের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। রাজধানীসহ সারাদেশে চালু হয়েছে “এন্টি কিডন্যাপিং স্কোয়াড”

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:১৯

দেশে হত্যা, গুম ও অপহরণের কারণে মানুষ আতঙ্কিত। এসব ঘটনা নিয়ে একটি মতলববাজ মহল চক্রান্ত করছে। এই মতলববাজ মহলটি চিহ্নিত করতে গুম-অপহরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। রাজধানীতে গুম ও অপহরণ ঠেকাতে ‘এন্টি কিডন্যাপিং স্কোয়াড’ নামে ঢাকা মহানগর পুলিশের ৪০ সদস্যের একটি স্কোয়াড চালু করেছে। অপহরণ-সংক্রান্ত যে কোনও তথ্য সংগ্রহ করে দ্রুত অপহৃতকে উদ্ধারই হবে স্কোয়াডের প্রধান কাজ। যাকে সন্দেহভাজন মনে হবে তাকেই স্কোয়াডের জেরার মুখে পড়তে হবে। প্রথম সফলতা হিসেবে বংশাল থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্বার করা হয়েছে। এ স্কোয়াডের একমাত্র দায়িত্বই শুধু অপহরণকারীকে খুঁজে বের করা আর অপহৃতকে যে কোন মূল্যে উদ্ধার করা। শুধু রাজধানী নয়, সারাদেশে অপহরণ প্রতিরোধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের চৌকস কর্মকর্তা ও অধিকতর সৎ লোকজন দিয়ে এ স্কোয়াড গঠন করা হয়েছে। এ স্কোয়াড দিনরাত ২৪ ঘণ্টা কাজ করবে। ৪টি মোবাইল নম্বরের মাধ্যমে ২৪ ঘণ্টা যে কোন ব্যক্তি নিজের পরিচয় গোপন করে অথবা পরিচয় দিয়ে অপহরণকারীদের ব্যাপারে তথ্য দিতে পারবে। এন্টি কিডন্যাপিং স্কোয়াডের হট নম্বরগুলো হচ্ছে- ০১৭১৩৩৯৮৩২৭, ০১৭১৩৩৯৮৬১৯, ০১৭১৩৩৭৩২১৪ এবং ০১৭১৩৩৭৩২১৬। সরকারের এ পদক্ষেপের ফলে হত্যা, গুম ও অপহরণ নিয়ে মানুষের মনে যে আতঙ্ক বিরাজ করছিল সেটা অনেকাংশে লাঘব হবে এবং জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে। সরকারের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরণের পদক্ষেপকে সুশীল নাগরিক সমাজ উপযুক্ত সময়ে সঠিক পদক্ষেপ নেয়া হয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.