![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
কথায় আছে, “স্বভাব যায়না ধুইলে, খাসলত যায়না মরলে”। জন্মই যাদের আজন্ম পাপ, তাদের কাছ থেকে মন্দ কাজ ছাড়া ভালো কিছু আশা করা যায় না। বিএনপি একটি অগণতান্ত্রিক ভাবে গড়ে উঠা অবৈধ রাজনৈতিক দল। শুরু থেকেই যে দলের নেতৃত্ব দিয়ে আসছেন কিছু সুবিধাবাজ, পল্টী খাওয়া, খুনী, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ নেতা-কর্মীরা। খালেদা জিয়া নামে মাত্র দলের চেয়ারপারসন থাকলেও দল পরিচালনা করছেন তারই জ্যৈষ্ঠ পুত্র খুনী, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের গডফাদার তারেক রহমান। চিকিৎসার নামে বিদেশে পালিয়ে থাকলেও দেশের সকল অপকর্মই সংঘটিত হচ্ছে তারেকের মদদে। আর তাকে একাজে সহযোগিতা করছে তার দলের কিছু পদলোভী নেতা-কর্মীরা। রাষ্ট্রক্ষমতা কি জিনিস তা তারেকের ক্যু-কর্মই প্রমাণ করে। সম্প্রতি রাজধানী ঢাকার পাশে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় উদ্ধার হওয়া মৃত সাত ব্যক্তির খুনের পিছনেও তারেক, খালেদা জিয়া ও তার নেতা-কর্মীদের জড়িত থাকার গন্ধ পাওয়া যাচ্ছে। ক্ষমতার লোভে সরকার বিরোধী আন্দোলনে কোন ভাবেই সফল হতে না পেরে সরকারকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করা, আন্তর্জাতিক অঙ্গনে চাপ সৃষ্টি করা, উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টি করা ও দেশের জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার হীন উদ্দেশ্য নিয়ে দেশকে অস্থিতিশীল করতে দেশব্যাপী খুন, গুম ও অপহরনের মত নিকৃষ্ট পথ বেছে নিয়েছে তারা। নির্বাচনের পূর্বের সেই মানুষ হত্যা, খুন, গুমের পুরনো খেলা খেলতে আবারও শুরু করেছে। সাত খুন যে বিএনপির নির্দেশে তাদের কিছু মতাদর্শীদের সম্পৃক্ততায় সংঘটিত হয়েছে তা এখন দেশবাসীর কাছে দিনের আলোর মত পরিষ্কার। আর কালক্ষেপন নয়, দেশবিরোধী এই সব কুলাঙ্গারদের দেশ থেকে স্বমূলে উপড়ে ফেলার এখনই সময়। তাই সরকারের কাছে সাধারণ নাগরিক হিসেবে, নাগরিক অধিকারে জোরালো আবেদন, দেশ ও জনগণের স্বার্থে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় উদ্ধার হওয়া মৃত সাত ব্যক্তিসহ দেশব্যাপী খুন, গুম ও অপহরনের মূল হোতাদের বিচারের সম্মুখীন করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনুন!
©somewhere in net ltd.