![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
রানা প্লাজা ধসের পর থেকে বিএনপি-জামায়াতের একটি অশুভ চক্র বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করেছে এবং এখনো করে যাচ্ছে। তারা যে যাই বলুক, বাংলাদেশ তার সঠিক অবস্থানে রয়েছে। এমনকি বর্তমান সরকারের সাহসী নানা পদক্ষেপের কারনে এখনও আমাদের পোশাক শিল্প টিকে আছে। ইউরোপীয় ইউনিয়ন অনেক শর্ত দিয়েছে। কিন্তু তারা জানে যে, বাংলাদেশের মত এত সস্তা মূল্যে পৃথিবীর অন্য কোনো দেশ তাদের কাছে পোশাক রপ্তানি করতে পারবে না। ইউরোপীয় ইউনিয়ন কিংবা আমেরিকা যে যাই বলুক না কেন, তারা বাংলাদেশের পোশাক কিনতে বাধ্য। বাংলাদেশের উদীয়মান এ শিল্প খাত ইতোমধ্যে বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্থান দখল করতে সক্ষম হয়েছে। এ শিল্প খাত বাঙালি জাতির অহংকার। ইতোমধ্যে সরকার গার্মেন্টস শিল্প এলাকার জন্য ৮০০ একর জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু করেছে। সেখানে সব গার্মেন্টস নিয়ে যাওয়া হবে। নতুন উদ্ভাবন, ফ্যাশন বৈচিত্র্য, দক্ষতা ও নিপুণতা, সস্তা শ্রমিক, বাজার তথ্যের সঠিক বিশ্লেষণ এবং সৃজনশীল উদ্যোগের ফলে এ শিল্প খাত খুব শীঘ্রই বিশ্বের শীর্ষ স্থানে চলে আসবে। তাই আমাদের সকলের উচিত দেশের উন্নয়নে এগিয়ে আসা। হাতে হাত রেখে কাজ করা।
©somewhere in net ltd.