![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
কাউখালী উপজেলায় নারীরা রেশম চাষে অভাবনীয় সাফল্যে অর্জন করেছে। উপজেলার প্রায় ঘরে ঘরে অনেক মহিলা রেশম চাষের প্রতি আগ্রহী হয়েছেন। রেশম চাষ করে অনেক মহিলা সাফল্য পেয়েছেন বলেও জানা গেছে। সরকারের নির্দেশে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্রের সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে স্থানীয় মহিলারা রেশম চাষে আগ্রহী হন। দৈনন্দিন পারিবারিক কাজ কর্ম করার পাশাপাশি মহিলারা বাড়ির আঙ্গীনায় কেউ কেউ বাড়ির একটি ঘরে রেশম চাষ করেন। আর এতে প্রয়োজনীয় পরামর্শ দেয় আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্র।
বর্তমানে কাউখালীতে চার শতাধিক নারী রেশম চাষ করে স্বাবলম্বী হয়েছেন। কিভাবে অল্প চাষে এবং স্বল্প পরিশ্রমে অধিক মুনাফা পাওয়া যায় সে ব্যাপারে সকল ধরনের সাহায্য সহযোগিতা করছে সরকার। এছাড়াও চাষীদের প্রশিক্ষণও দেওয়া হয়। কাউখালী, কাপ্তাই এবং রাজস্থলীতে চাকী পলু পালন কেন্দ্র গড়ে তোলা হবে। বৃহৎ পরিসরে রেশম চাষ করতে পারলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে অন্য দিকে দেশ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাবে।
©somewhere in net ltd.