![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
দুদেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও কম্বোডিয়া শিল্প, ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদারের বিপুল সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার এবং গঙ্গা-মেকংকে কেন্দ্র করে পর্যটন জোরদারের সুযোগ রয়েছে। ভারতসহ মেকং অববাহিকার অপর ৫টি দেশ নিয়ে ৬টি দেশের সহযোগিতা জোট রয়েছে। দুপক্ষ সহযোগিতার নতুন ক্ষেত্র সনাক্তকরণ এবং বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা সমন্বয় ও গভীরতর করতে একটি যৌথ কমিশন গঠনে সম্মত হয়েছে। দুপক্ষ দুদেশের বাণিজ্যমন্ত্রীদের নেতৃত্বে একটি যৌথ বাণিজ্য কাউন্সিল গঠনেও একমত হয়েছে। ২০১৫ সালে কম্বোডিয়ায় বাংলাদেশের একটি একক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশ নিয়ে গঠিত আশিয়ান আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ডায়ালগ পার্টনার হিসেবে আশিয়ানে যোগ দিতে পারলে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে এবং এতে বাংলাদেশের পররাষ্ট্র নীতি আরও জোরদার হবে।
©somewhere in net ltd.