![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
পবিত্র রমজান মাস শুরু হতে আর এক মাসও নেই। তবে সময় যতো দ্রুত এগোচ্ছে তার চেয়ে বেশি দ্রুত বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রমজান মাস এলে তা হয়ে যায় লাগাম ছাড়া। আর এই মুল্য বৃদ্ধির চাপে নাকাল হন সাধারণ মানুষ। রমজানে পণ্যের কৃত্রিম সংকট তৈরী করতে এখনই প্রস্ততি নিয়েছে অসাধু ব্যবসায়ীরা। গুদামজাত করার কারণে তৈল, ছোলা চিনিসহ অনেক নিত্যপণের দাম বেড়ে গেছে। এবার সরকার একটু আগেই এ সংকট মোকাবেলায় উদ্যোগ নিয়েছে। এছাড়াও খোলা ট্রাকে পণ্যে বিক্রি করবে। ইতোমধ্যে পণ্য সংগ্রহ প্রক্রিয়া শেষ হয়েছে। রমজান মাসে পণ্যের সরবারহ ও নিত্যপণ্যের দর সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবার একটু আগেভাগেই কাজ শুরু করে দিয়েছে টিসিবি। এবছর ৩হাজার টন তেল, দেড় হাজাড় টন ছোলা, ১৫০টন খেজুর ও ২ থেকে ৩ হাজার টন মসুর ডাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিসিবির ট্রাক থেকে ক্রেতারা চিনি, সয়াবিন তেল (বোতলজাত), মসুর ডাল, ছোলা ও খেজুর এই পাঁচটি পণ্য কিনতে পারবেন। রাজধানীর ২৫টি স্থানসহ সারা দেশে ১৭৪টি ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হবে। ক্রেতারা এক কেজি চিনি ৩৯ টাকায়, ৬৫ টাকায় মসুর ডাল, ৪৪ টাকায় ছোলা এবং ৭০ টাকায় খেজুর কিনতে পারবেন। সরকারের এ উদ্যোগে জনগণ উপকৃত হবে এটাই সবার প্রত্যাশা।
©somewhere in net ltd.