![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সুরক্ষায় শীঘ্রই ১১৭ কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া ও সীমান্ত সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। মিয়ানমারে অনুষ্ঠিত মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে মিয়ানমার আগ্রহ দেখিয়েছে। সীমান্ত রক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ভূমিকা পালন করবে। প্রতিবেশী দেশ হিসেবে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারনে দু”দেশের সরকারী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী মিয়ানমার সীমান্তে ৯৩৫ কিলোমিটার সীমান্ত সড়ক ও ২৮৫ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে। এছাড়া সীমান্তে ৮৫টি নতুন বিওপি নির্মাণ করা হবে। আরও ৬৫টি বিওপি নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে সড়ক এবং কাঁটাতারের বেড়া নির্মাণ শেষ হলে সীমান্তে অবৈধ প্রবেশ ও উদ্ভুত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবসান হলে দু”দেশের সু-সম্পর্ক অটুট থাকবে।
©somewhere in net ltd.