নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

দেশব্যাপী ৩০ হাজার ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্স। পাশে থাকছে সরকারের ঐকান্তিক সহযোগিতা

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৭



আরও ৩০ হাজার দরিদ্র মানুষের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছে সাইটসেভার্স। আয়োজনে রয়েছে সাইটসেভার্স, ন্যাশনাল আই কেয়ার (স্বাস্থ্য অধিদফতর) এবং ১০ বেসরকারী সহযোগী সংস্থা। চলতি মাস থেকে আগামী ডিসেম্বরের মধ্যে দেশব্যাপী ৩০ হাজার ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। শতভাগ বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্স, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজভিত্তিক পুনর্বাসন, বিশেষ করে মানুষের চক্ষুস্বাস্থ্য এবং একীভূত শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে সাইটসেভার্স সরকারী ও বেসরকারী সহযোগী সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। কার্যক্রমের সূচনালগ্ন থেকে সাইটসেভার্স বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ১০ লাখেরও অধিক দৃষ্টি প্রতিসরণজনিত ত্রুটি নিরাময় এবং ১৬ লাখেরও অধিক ছানি অপারেশনের মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে, যার মধ্যে রয়েছে ৩০ হাজারেরও বেশি শিশু। এ কার্যক্রমের অংশ হিসেবে সর্বস্তরের মানুষকে চক্ষু সেবা নিতে আগ্রহী করার লক্ষ্যে পেশেন্টস স্ক্রিনিং প্রোগ্রাম (পিএসপি) করা হবে এবং গরিব রোগী যাদের ছানি অপারেশন করা প্রয়োজন তাদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। দেশের ৪২ জেলায় এ কার্যক্রমের সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সহযোগী সংস্থার মধ্যে ছানি অপারেশন টার্গেট ও ডুপ্লিকেশন এড়িয়ে এলাকা বণ্টন করে দেয়া হয়েছে। সহযোগী সংস্থাসমূহ স্ট্যান্ডার্ড ক্যাটারেক্ট সার্জিক্যাল প্রোটোকল অনুসরণ করে তাদের প্রশিক্ষিত ও দক্ষ মেডিক্যাল টিমের মাধ্যমে ছানি অপারেশন করবে। এক্ষেত্রে পেশেন্টস স্ক্রিনিং প্রোগ্রামের (পিএসপি) মাধ্যমে শনাক্তকৃত ছানি রোগীদের ছানি অপারেশনের জন্যে বা সেবা প্রদান বাবদ কোন টাকা গ্রহণ করা হবে না। দরিদ্র এবং হতদরিদ্র ছানি রোগীদের প্রকল্পের নিয়ম অনুসারে শতভাগ বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। সহযোগী সংস্থাসমূহ অপারেশনকৃত ছানি রোগীদের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট (ওপিডি), ভিশন সেন্টার, সাব সেন্টার, পিএসপি অথবা স্পেশাল ফলোআপ প্রোগ্রামের ব্যবস্থা থাকবে। ফলোআপ ভিজিটের সময় রোগীদের কাছ হতে ফি নেয়া যাবে না। রোগীর সুবিধার্থে অপারেশনের সময় গাড়িতে করে হাসপাতালে আনা-নেয়ার ব্যবস্থাও এ কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি সাইটসেভার্স চক্ষু স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে এক দৃষ্টান্তমূলক কাজ করে যাচ্ছে। বরাবরের মতো এ কার্যক্রমের মাধ্যমে আরও ৩০ হাজার দরিদ্র মানুষ তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে। বর্তমান সরকারের সহযোগিতায় সাইটসেভার্স যেমন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে অন্ধত্ব নিবারনের কাজ করছে, ঠিক তেমনি দেশ ও বিদেশের অন্যান্য দাতা সংস্থা এবং ধনাঢ্য ব্যক্তিদের এ মহান কাজে এগিয়ে আসা উচিত।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.